পয়লা ডিসেম্বর ‘পে ডে’-র জন্য তৈরি দেশ , চাহিদা মেটাতে ৭৮০ কোটি টাকা এল রাজ্যে !

Last Updated:

১ ডিসেম্বর ‘পে ডে’-র দিন চাহিদা মেটাতে পর্যাপ্ত নোটের জোগানের ব্যবস্থা করা হয়েছে বলেই আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি:  গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে চলছে নোট সমস্যা ৷ নোটের অভাবে এখন কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই ৷  ব্যাঙ্ক ও এটিএমগুলিতে বিশাল লাইন ৷ অধিকাংশ জায়গায় ঝুলছে ‘নো ক্যাশ’-এর বোর্ড ৷ আর টাকা থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণেই টাকা তোলা সম্ভব হচ্ছে ৷ প্রত্যেকেই চিন্তায় ছিলেন নভেম্বর মাসটা তো কোনওক্রমে চালানো গেল, কিন্তু ডিসেম্বরের পয়লা তারিখ কী হবে ? কারণ প্রত্যেকের অ্যাকাউন্টে মাইনে পড়ার পরেই তা তোলার লাইন ব্যাঙ্ক ও এটিএমগুলিতে আরও বড় হবে ! টাকার এই বিপুল চাহিদার জোগান কি সরকার করতে পারবে ? শেষপর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে কিন্তু আশার খবরই পাওয়া গিয়েছে বুধবার ৷ ১ ডিসেম্বর ‘পে ডে’-র দিন চাহিদা মেটাতে পর্যাপ্ত নোটের জোগানের ব্যবস্থা করা হয়েছে বলেই আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৷
মাসের পয়লা তারিখ মানুষের টাকার বিপুল চাহিদার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে ৭৮০ কোটি টাকা পাঠিয়েছে আরবিআই ৷  তার মধ্যে ১০০ টাকার নোটে ২৮০ কোটি টাকা এবং ২০০০ টাকার নোটে ৫০০ কোটি টাকা এসেছে এরাজ্যে ৷ পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও ছাপানো ১০০ টাকার নোট পাঠানো হচ্ছে ৷ মহারাষ্ট্রের নাসিক থেকেও ২০০০ টাকার নোট আসছে ৷ রাজ্যে এসবিআইয়ের ২,৬৬৪টি এটিএম কাজ করবে বলে জানানো হয়েছে ৷ থাকবে ৫০০ ও ২০০০ টাকা নোটের পর্যাপ্ত জোগান ৷ পেনশনভোগীদের জন্য ব্যাঙ্কে আলাদ কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে ৷ চা বাগানের জন্য মোবাইল এটিএম পরিষেবার পাশাপাশি খুচরো টাকাও পর্যাপ্ত পৌঁছে দেওয়া হবে ৷  পেট্রল পাম্প ও আইনক্স মাল্টিপ্লেক্সেও টাকা পাওয়া যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
advertisement
বুধবারই আরবিআই-এর তরফে জানানো হয়েছিল, যেসব গ্রাহক কেওয়াইসি (নো ইওর কাস্টমার) ফর্ম পূরণ করেছেন তাঁরা জন ধন অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন৷ বিশেষ কারণ দেখিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের অনুমতি পেলে আরও ১০ হাজার টাকা তুলতে পারবেন৷ কেওয়াইসি ফর্মে গ্রাহক তাঁর সমস্ত নথি-তথ্য দিয়ে রাখেন৷ যার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেয় ব্যাঙ্কগুলি৷ তবে কেওয়াইসি ফর্ম পূরণ করা না থাকলে গ্রাহকরা মাসে শুধুমাত্র ৫ হাজার টাকা তুলতে পারবেন৷ তবে ৯ নভেম্বরের পর যাঁরা জন ধন অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন শুধু তাঁদের উপরেই এই নিয়ম জারি করা হল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পয়লা ডিসেম্বর ‘পে ডে’-র জন্য তৈরি দেশ , চাহিদা মেটাতে ৭৮০ কোটি টাকা এল রাজ্যে !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement