RBU Exam Update: অনলাইনে পরীক্ষার দাবি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনলাইনে পরীক্ষার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের
#কলকাতা: অনলাইনে পরীক্ষার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যকে কার্যত ঘেরাও করে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এদিকে পড়ুয়াদের দাবি গুঁড়িয়ে দিয়ে অফলাইনেই পরীক্ষা নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, '' আচমকা অফলাইনে পরীক্ষা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের সেভাবে ক্লাসও হয়নি। তাই কোনও অবস্থাতেই আমরা অফলাইনে পরীক্ষার জন্য প্রস্তুত নই। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।'' বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, '' পড়ুয়াদের দাবি অযৌক্তিক। বুধবার নির্ধারিত সময়ে সুচি মেনে হবে অফলাইনে পরীক্ষা।''
advertisement
উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন আন্দোলনকারীরা। কার্যত ঘেরাও করে রাখা হয়েছে উপাচার্য ও অন্যান্য অধ্যাপকদের। আন্দোলনকারীরা আজ, মঙ্গলবার উপাচার্যের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও করে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ক্যাম্পাসে পুলিশ ডাকা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়ে। একদিকে নিজেদের আন্দোলনে অনড় রয়েছেন পড়ুয়ারা, অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড় অফলাইন পরীক্ষায়। দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে বলে সাফ জানিয়েছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় বৈঠকের পরও মেলেনি কোনও সমাধান সূত্র।
advertisement
advertisement
VENKATESHWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2022 9:29 PM IST