Narada Scam: শোভন গ্রেফতার হতেই সিবিআই দফতরে রত্না, কারণ ঘিরে ধোঁয়াশা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নারদা কাণ্ডে (Narada Scam) সরাসরি অভিযুক্ত নন রত্না৷ এ দিন সিবিআই দফতরে ঢোকার সময় বেহালা পূর্বের বিধায়ক জানিয়েছেন, সিবিআই ডেকেছে বলেই তিনি এসেছেন৷
#কলকাতা: শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই সিবিআই দফতরে হাজির হলেন রত্না চট্টোপাধ্যায়৷ যদিও নারদা কাণ্ডে সরাসরি অভিযুক্ত নন রত্না৷ এ দিন সিবিআই দফতরে ঢোকার সময় বেহালা পূর্বের বিধায়ক জানিয়েছেন, সিবিআই ডেকেছে বলেই তিনি এসেছেন৷ তবে কেন তাঁকে ডাকা হয়েছে তিনি জানেন না৷
নারদা কাণ্ডের তদন্তে এ দিনই রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷ আজই তাঁদের আদালতে তোলা হবে৷
বর্তমানে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ নারদা কাণ্ডের তদন্ত চলাকালীনই দু' জনের সম্পর্কে অবনতি হয়৷ যে সময়ে নারদা কাণ্ডে শোভনের নাম জড়ায়, তখন তিনি কলকাতা পুরসভার মেয়র ছিলেন৷ পরে দলত্যাগ করে বিজেপি-তে যোগ দেন শোভন৷ যদিও প্রার্থী হওয়া নিয়ে মতান্তরের জেরে বিজেপি-র সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়৷
advertisement
advertisement
তবে একা রত্না চট্টোপাধ্যায় নন, ইতিমধ্যে সিবিআই দফতরে পৌঁছেছেন ফিরহাদ হাকিমের মেয়ে, মদন মিত্রের ছেলেও৷ প্রত্যেক নেতার আইনজীবীরাও পৌঁছে গিয়েছেন সিবিআই দফতরে৷ সবথেকে বড় কথা, সিবিআই দফতরে গিয়ে বসে আছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2021 11:20 AM IST