শুধু ছেলেমেয়েরাই শোভনের কেবিনে ঢুকবে, বৈশাখীর নাম না নিয়ে চ্যালেঞ্জ রত্নার

Last Updated:

নারদ কাণ্ডে (Narada Scam) গত সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হন শোভন চট্টোপাধ্যায়৷ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি৷

#কলকাতা: হাসপাতালে যেন কোনওভাবেই তাঁর সঙ্গে দেখা না করেন রত্না চট্টোপাধ্যায়৷ এ দিন সন্ধ্যাতেই সেই মর্মে এসএসকেএম হাসপাতালের সুপারকে চিঠি দেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ এর কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়েই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই কার্যত চ্যালেঞ্জের সুরে রত্না বললেন, আজ থেকে শুধু শোভনের ছেলেমেয়েই তাঁর সঙ্গে দেখা করবেন৷
নারদ কাণ্ডে গত সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হন শোভন চট্টোপাধ্যায়৷ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি৷ এ দিন হাসপাতালের সুপারকে চিঠি দেন শোভনের আইনজীবী৷ সেখানে বলা হয়, রত্না এবং শোভনের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে৷ শোভন যেহেতু হাইপার টেনশন, ডায়াবিটিস, বুকে ব্যথার মতো সমস্যায় ভুগছেন, এই অবস্থায় রত্না তাঁর কাছে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারেন৷ যাতে শোভনের শারীরিক অবস্থার অবনতি হতে পারে৷ ফলে শোভন অনুমতি না দেওয়া পর্যন্ত যেন রত্নাকে তাঁর সঙ্গে দেখা না করতে দেওয়া হয়৷
advertisement
একই সঙ্গে চিঠিতে বলা হয়, এই মুহূর্তে শোভন পুলিশের নজরদারিতে হাসপাতালে ভর্তি রয়েছেন৷ নিজেদের বাবার উপর পুলিশ নজর রাখছে, ছেলে সপ্তর্ষি এবং মেয়ে সুহানি এই দৃশ্য দেখলে তা তাদের পক্ষে অস্বস্তিকর হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ তাই শোভনের ছেলেমেয়েকেও যাতে তাঁর কাছে না যেতে দেওয়া হয়, এই আবেদনও করা হয় চিঠিতে৷
advertisement
advertisement
এই পরিস্থিতিতে এ দিন রাত আটটা নাগাদ ছেলে এবং মেয়েকে নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছন রত্না চট্টোপাধ্যায়৷ শোভনের ছেলে এবং মেয়ে উডবার্ন ওয়ার্ডের কেবিনে শোভনের সঙ্গে দেখা করতে গেলে প্রথমে পুলিশ তাদের বাধাও দেয়৷ এই সময় রত্নাকেও শোভনের কেবিনের দিকে যেতে দেখা যায়৷ যদিও কিছুটা গিয়েই ফিরে আসেন তিনি৷ কিছুক্ষণ পর অবশ্য সপ্তর্ষি এবং সুহানিকে শোভনের ঘরে যাওয়ার অনুমতি দেয় পুলিশ৷ প্রায় ঘণ্টা দু'য়েক তারা সেখানে ছিল৷
advertisement
হাসপাতাল থেকে বেরনোর সময় শোভনের আইনজীবীর চিঠি প্রসঙ্গে প্রশ্ন করা হলে রত্না বলেন, 'চিঠি দিয়েছে তো ঢুকতে পারব না? ওঁর কেবিনে শুধুমাত্র আমার ছেলেমেয়েরাই ঢুকবে, অন্য় কেউ ঢুকবে না৷' নাম না করলেও রত্না যে সরাসরি শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তা স্পষ্ট৷ রত্না এ দিন সকালেও হাসপাতালে গিয়েছিলেন৷ যদিও তাঁর দাবি, তখনও শোভনের কেবিনে যাওয়ার চেষ্টা করেননি তিনি৷
advertisement
শোভনের গ্রেফতারির পর সিবিআই ডেকে পাঠানোয় নিজাম প্যালেসে গিয়েছিলেন রত্না৷ আবার প্রেসিডেন্সি জেলে নিয়ে আসার জন্য যখন শোভনকে সিবিআই দফতর থেকে বের করা হচ্ছিল, তখনও ছেলে সপ্তর্ষিকে পাশে দেখা গিয়েছিল৷ আবার শোভনের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্সি জেলে ছুটে গিয়েছিলেন বান্ধবী বৈশাখী৷ কিন্তু এ দিন শোভনের আইনজীবীর চিঠির পর নারদ মামলার মধ্যেই ফের চর্চায় তাঁর পারিবারিক কলহ৷
advertisement
Venkateshwar Lahiri
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধু ছেলেমেয়েরাই শোভনের কেবিনে ঢুকবে, বৈশাখীর নাম না নিয়ে চ্যালেঞ্জ রত্নার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement