Ratna Chatterjee on Sovan Chatterjee: 'এখনও সময় আছে...', শোভনের ডিভোর্সের আর্জি খারিজ হতেই কী বললেন স্ত্রী-পুত্র?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৭ সালে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷
শোভন চট্টোপাধ্যায়ের করা ডিভোর্সের আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়াকে নিজের জয় হিসেবেই দেখছেন রত্না চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, আদালতের এই রায় সমাজের উপরে প্রতিফলিত হবে৷ শুধু রত্না চট্টোপাধ্যায় নন, শোভন পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন৷ একই সঙ্গে আদালতের রায়ের পরেও বাবাকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন শোভন পুত্র৷
২০১৭ সালে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ আট বছর মামলা চলার পর এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছেন আলিপুর নগর ও দায়রা আদালতের প্রথম অতিরিক্ত জেলা বিচারক রাজেশ চক্রবর্তী৷ একই সঙ্গে অবশ্য রত্না চট্টোপাধ্যায় শোভনের সঙ্গে থাকতে যে আবেদন জানিয়েছিলেন, তাও খারিজ করে দিয়েছেন বিচারপতি৷
advertisement
রত্নার বিরুদ্ধে কটূক্তি, মারধর এবং মানহানির মতো অভিযোগ এনেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ এ দিন আদালত সেই আর্জি খারিজ করে দেওয়ার পর রত্না চট্টোপাধ্যায় বলেন, আট বছর ধরে আমি, আমার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন মিলে এই লড়াইটা লড়েছেন৷ এই রায় সমাজের উপরে প্রতিফলিত হবে৷ মহিলারা পুরুষের ক্ষমতার কাছে হেরে যায়৷ উনি শুধু আমায় ছেড়ে চলে গিয়েছেন তা নয়, নিজের সন্তানদের প্রতিও নিষ্ঠুর আচরণ করেছেন৷ তাঁদের সঙ্গেও কোনওরকম যোগাযোগ রাখেননি৷
advertisement
advertisement
শোভন পুত্র সপ্তর্ষি বলেন, এই রায় নজির হিসেবে থেকে যাবে৷ আমার মায়ের প্রতি শুধু নৃশংস আচরণ হয়বি, মায়ের মানহানিও হয়েছে৷ এই রায়ের পর অন্য মহিলারাও মনের জোর পাবেন৷ শোভনের উদ্দেশ্যে তাঁর পুত্র আরও বলেন, বাবাকে আবেদন জানাচ্ছি, ফিরে এসো৷ এখনও সময় আছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 5:10 PM IST