Ratna Chatterjee on Sovan Chatterjee: 'এখনও সময় আছে...', শোভনের ডিভোর্সের আর্জি খারিজ হতেই কী বললেন স্ত্রী-পুত্র?

Last Updated:

২০১৭ সালে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কী বললেন স্ত্রী-পুত্র?
শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কী বললেন স্ত্রী-পুত্র?
শোভন চট্টোপাধ্যায়ের করা ডিভোর্সের আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়াকে নিজের জয় হিসেবেই দেখছেন রত্না চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, আদালতের এই রায় সমাজের উপরে প্রতিফলিত হবে৷ শুধু রত্না চট্টোপাধ্যায় নন, শোভন পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন৷ একই সঙ্গে আদালতের রায়ের পরেও বাবাকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন শোভন পুত্র৷
২০১৭ সালে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ আট বছর মামলা চলার পর এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছেন আলিপুর নগর ও দায়রা আদালতের প্রথম অতিরিক্ত জেলা বিচারক রাজেশ চক্রবর্তী৷ একই সঙ্গে অবশ্য রত্না চট্টোপাধ্যায় শোভনের সঙ্গে থাকতে যে আবেদন জানিয়েছিলেন, তাও খারিজ করে দিয়েছেন বিচারপতি৷
advertisement
রত্নার বিরুদ্ধে কটূক্তি, মারধর এবং মানহানির মতো অভিযোগ এনেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ এ দিন আদালত সেই আর্জি খারিজ করে দেওয়ার পর রত্না চট্টোপাধ্যায় বলেন, আট বছর ধরে আমি, আমার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন মিলে এই লড়াইটা লড়েছেন৷ এই রায় সমাজের উপরে প্রতিফলিত হবে৷ মহিলারা পুরুষের ক্ষমতার কাছে হেরে যায়৷ উনি শুধু আমায় ছেড়ে চলে গিয়েছেন তা নয়, নিজের সন্তানদের প্রতিও নিষ্ঠুর আচরণ করেছেন৷ তাঁদের সঙ্গেও কোনওরকম যোগাযোগ রাখেননি৷
advertisement
advertisement
শোভন পুত্র সপ্তর্ষি বলেন, এই রায় নজির হিসেবে থেকে যাবে৷ আমার মায়ের প্রতি শুধু নৃশংস আচরণ হয়বি, মায়ের মানহানিও হয়েছে৷ এই রায়ের পর অন্য মহিলারাও মনের জোর পাবেন৷ শোভনের উদ্দেশ্যে তাঁর পুত্র আরও বলেন, বাবাকে আবেদন জানাচ্ছি, ফিরে এসো৷ এখনও সময় আছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ratna Chatterjee on Sovan Chatterjee: 'এখনও সময় আছে...', শোভনের ডিভোর্সের আর্জি খারিজ হতেই কী বললেন স্ত্রী-পুত্র?
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement