Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে বিরাট মোড়, চার্জশিটে কী উল্লেখ? তোলপাড় ফেলল ইডি

Last Updated:

Ration Scam: শুধুমাত্র দুর্নীতির টাকা কালো থেকে সাদা করতে কোম্পানি খোলা হয়েছিল, এমন নয়। দুর্নীতির টাকা লগ্নি হয়েছিল সম্পত্তি কেনার ক্ষেত্রেও।

রেশন দুর্নীতি কাণ্ডে চার্জশিট পেশ
রেশন দুর্নীতি কাণ্ডে চার্জশিট পেশ
কলকাতা: রেশন দুর্নীতির টাকাতেই শতাধিক সম্পত্তি। নামে বেনামে এই সমস্ত সম্পত্তির মালিক রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান। এই দুর্নীতির চার্জশিটে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত করতে গিয়ে কোটি কোটি টাকা সরিয়ে ফেলার তথ্য প্রমাণ সামনে এসেছে ইডির। একাধিক সংস্থা খুলে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে রেশন দুর্নীতির টাকা। একইসঙ্গে নামে বেনামে সম্পত্তি কেনার ক্ষেত্রেও লগ্নি করা হয়েছিল টাকা। ইডি চার্জশিটে দাবি করেছে বাকিবুর রহমানের নামে বেনামে ১০১টি সম্পত্তি কিনেছিলেন। সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৯ কোটি ৭২ লক্ষ ৮৭ হাজার ৮৬১ টাকা বলে আদালতে জমা পড়া চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
শুধুমাত্র দুর্নীতির টাকা কালো থেকে সাদা করতে কোম্পানি খোলা হয়েছিল, এমন নয়। দুর্নীতির টাকা লগ্নি হয়েছিল সম্পত্তি কেনার ক্ষেত্রেও। ইডির চার্জশিট এমন ১০১টি সম্পত্তির উল্লেখ করে কোথায় কত সম্পত্তি কেনা হয়েছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। রেশন বণ্টন দুর্নীতির টাকা ব্যবহার করেই বাকিবুর রহমান নিজের নামে ছাড়াও স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে সম্পত্তিতে লগ্নি করেছিলেন।
advertisement
advertisement
প্রায় ৬০টির কাছাকাছি সম্পত্তি দেগঙ্গা এলাকাতেই। এছাড়া উত্তর ২৪ পরগনার বারাসত, বাদুরিয়া ও নদিয়াতে সম্পত্তি রয়েছে বাকিবুরের। এই সম্পত্তি ইতিমধ্যে অ্যাটাচমেন্টের কাজ শুরু করেছে ইডি।
advertisement
রেশন দুর্নীতির টাকা তছরুপ করতে ব্যবহার করেছেন স্ত্রী-পুত্রের ব্যাঙ্ক আকাউন্ট, বাকিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আগেই এনেছিল ইডি। গম বণ্টন দুর্নীতি হোক বা ধান কেনা থেকে সরকারি চাল বণ্টন কেলেঙ্কারিতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে।
দুর্নীতির টাকা সরাতে স্ত্রী-পুত্রর নামে অ্যাকাউন্টে খুলেছিলেন বাকিবুর দাবি ইডির। স্ত্রী হালিমা বেগম, ছেলে সোহেল রহমান ছাড়াও টাকা আত্মসাৎ করতে আত্মীয় অনামিকা বিশ্বাস ও অভিষেক বিশ্বাসের নামেও অ্যাকাউন্ট খুলেছিলেন বাকিবুর। ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করেছিলেন নিজের একাধিক কর্মচারির পরিচয়পত্র, তাদের নামে অ্যাকাউন্ট খুলে কৃষক পরিচয় দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছিলেন বাকিবুর রহমান অভিযোগ ইডির। যা ইতিমধ্যে চার্জশিটে উল্লেথ করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে বিরাট মোড়, চার্জশিটে কী উল্লেখ? তোলপাড় ফেলল ইডি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement