Ration Scam Case: 'সংশোধনাগারে বসেই চেকে সই করতে দেওয়া হোক' আদালতে আবেদন বাকিবুর রহমানের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
রেশন দুর্নীতি মামলায় গত কয়েক মাস ধরে সংস্থার কর্ণধার সংশোধনাগারে বন্দি। চেকে সই করতে পারছেন না, বেতন মিলছে না কর্মীদের। ব্যাঙ্কের কাগজ ও চেকে সই করার অনুমতি দেওয়া হোক। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি বাকিবুর রহমানের হয়ে আদালতে আরজি তাঁর আইনজীবীর।
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গত কয়েক মাস ধরে সংস্থার কর্ণধার সংশোধনাগারে বন্দি। চেকে সই করতে পারছেন না, বেতন মিলছে না কর্মীদের। ব্যাঙ্কের কাগজ ও চেকে সই করার অনুমতি দেওয়া হোক। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি বাকিবুর রহমানের হয়ে আদালতে আরজি তাঁর আইনজীবীর।
শুক্রবার বিচার ভবনের ইডির বিশেষ আদালতে ছিল রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুরের মামলার শুনানি। সেখানে বাকিবুরের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুধু তাই নয় বাকিবুরের আইনজীবী আদালতে জানান, বাকিবুরের সংস্থায় বহু কর্মচারী কাজ করেন। বাকিবুর চেকে সই করতে পারেননি বলে তাঁদের বেতন আটকে রয়েছে। আদালতের অনুমতি মিললে প্রায় ১০টির বেশি চেকে সই করতে পারবেন বাকিবুর। এই আবেদন শুনে বিচারকের প্রশ্ন, এই সংস্থার সঙ্গে রেশন দুর্নীতির যোগ নেই তো? এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা আছে?
advertisement
ইডির আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়ের সবিস্তার তথ্য বাকিবুরের তরফে দেওয়া হয়নি। সব দেখেই ইডি এ বিষয়ে জানাতে পারবে। ইডির আইনজীবী এ-ও জানিয়েছেন, চেকে উল্লেখ করা ব্যাঙ্কের নম্বর, কী কারণে চেক ইস্যু হচ্ছে, কত টাকা তোলা হচ্ছে, সেই বিষয়গুলিও তাদের জানা প্রয়োজন। সব শুনে চেক সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। আর জামিনের আবেদনের শুনানি হবে ১৯ ফেব্রুয়ারি।
advertisement
advertisement
অন্যদিকে শুক্রবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সশরীরে আদালতে হাজির করানো হয়নি । প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতা সম্পর্কিত নথি আদালতে পেশ করা হয় । তার আইনজীবী আদালতে ফের দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ। ইডি হেফাজতে থাকাকালীন কম্যান্ড হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সংশোধনাগারে যাওয়ার পর সেখানে অসুস্থ হয়ে পড়েন। তারপর এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলে কয়েকদিন। ফের তিনি সংশোধনাগারে ফিরে গিয়েছেন। তবে তাঁর কী চিকিৎসা চলছে? সে বিষয়ে কিছুই জানেন না তাঁর আইনজীবীরা, এমনটাই তাঁদের দাবি। তাই মেডিক্যাল সংক্রান্ত নথি চাওয়া হোক বলে আদালতে আবেদন করেন তাঁরা। জ্যোতিপ্রিয় মল্লিকের পরবর্তী শুনানি ধার্য হয়েছে ৮ মার্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 11:30 PM IST