‘দুয়ারে রেশন’ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়, দাবি রেশন ডিলারদের

Last Updated:

Duare Ration: দুয়ারে রেশন দিতে সমস্যা কোথায় ?

হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন রেশন ডিলার
হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন রেশন ডিলার
কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সাধের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়, এমনটাই দাবি করছেন রেশন ডিলারদের  সর্বভারতীয় সংগঠন। যার মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যান্ড রেশন ডিলার্স ফেডারেশন'-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, "রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কোনও ভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। এর পিছনে বাস্তবিক একগুচ্ছ সমস্যা রয়েছে। সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি।"
হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন রেশন ডিলার । হাইকোর্ট সরকারের পক্ষে রায় দিয়েছে। এরপর ডিলারদের তরফে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করা হয়েছে।কিন্তু, দুয়ারে রেশন দিতে সমস্যা কোথায় ?
আরও পড়ুন : খোঁজ মিলল এসএসকেএম থেকে নিখোঁজ রোগীর, অপারেশনের আতঙ্কেই পালান, দাবি পরিবারের
রেশন ডিলারদের দাবি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের 'দুয়ারে রেশন' প্রকল্প চালু করার মতো পরিকাঠামো পশ্চিমবঙ্গ-সহ দেশের কোনও রাজ্যে নেই। এই প্রকল্পের জন্য লোকবল প্রয়োজন, তা রেশন ডিলারদের কাছে নেই। তাছাড়া, যেদিন যেদিন দুয়ারে দুয়ারে গিয়ে রেশন দেওয়া হবে, সেদিন সেদিন দোকান বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে অনেক গ্রাহককেই দোকানে এসে খালি হাতে ফিরে যেতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন :  পরিচারিকার সঙ্গে শারীরিক মিলনের সময় বৃদ্ধের মৃত্যু, দেহ লোপাটের দায়ে গ্রেফতার ৩
এখানেই শেষ নয়, বাধা রয়েছে আরও। রেশন দুয়ারে পৌঁছতে গাড়ি কেনার জন্য রাজ্য সরকার যে টাকা দিচ্ছে তা পর্যাপ্ত নয় বলেও রেশন ডিলারদের দাবি। তাছাড়া গাড়ি কেনা হলেও, সেটা রাখার জায়গাটা একটা বড় সমস্যা। সর্বোপরি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী, রেশন সামগ্রী এভাবে দোকানের বাইরে বের করা সম্ভব নয়।প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট বন্ধ হয়ে আছে। এরই মধ্যে রেশন ডিলারদের এই আপত্তি সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টে ব্যর্থ হওয়ার পরও রাজ্যের এই প্রকল্প বাস্তবায়নে নারাজ রেশন ডিলাররা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাঁরা জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব নয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘দুয়ারে রেশন’ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়, দাবি রেশন ডিলারদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement