Ram Pyare Ram: থেমে গেল বর্ষীয়ান রাজনৈতিক নেতার যাত্রা! প্রয়াত কলকাতা পৌরসভার কাউন্সিলর রামপিয়ারী রাম
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শেষ নি:শ্বাস ত্যাগ করলেন রামপিয়ারী রাম। তিনি কলকাতা পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন।
শেষ নি:শ্বাস ত্যাগ করলেন রামপিয়ারী রাম। তিনি কলকাতা পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন। বর্তমানে তিনি ৭৯ ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র পরিষদ (শহুরে রোজগার যোজনা বিভাগ)। গত এক সপ্তাহ ধরেই অসুস্থতাজনিক কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান নেতা।
২০১১ সাল পর্যন্ত ৬ বারের বিধায়ক ছিলেন তিনি। প্রথমে কবিতীর্থ বিধানসভা এবং পরবর্তীকালে তা হয় বন্দর বিধানসভা। শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল।
advertisement
গত সোমবার শেষ শ্বাসকষ্ট বাড়ে এবং বুকে সংক্রমণ দেখা দেয়। এই অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ৮২ বছর।
advertisement
গার্ডেনরিচ এলাকার বর্ষীয়ান তৃণমূল নেতা রাম পেয়ারি রাম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত এক সপ্তাহ ধরে এক বেসরকারি (কোঠারি) হাসপাতালে ভর্তি ছিলেন।
রবিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ তিনি মারা যান। কলকাতা পুরসভার ইতিহাসে তিনি ছিলেন সব থেকে বেশি সময়কাল ধরে কাজ করে যাওয়া কাউন্সিলার। চলতি সময়কাল ধরে তিনি টানা ১১ বার কাউন্সিলার নির্বাচিত হন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 2:17 PM IST