Ram Navami: কড়া নজরদারি, রামনবমীর মিছিল দিকেদিকে! কলকাতা থেকে জেলা, পথেঘাটে সতর্ক পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Ram Navami: জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে রামনবমীর মিছিল।
কলকাতা: রামনবমীকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে রাজ্য প্রশাসন। শুধুমাত্র কলকাতাতেই প্রায় ৬ হাজার পুলিশ কর্মীকে পথে নামিয়েছে লালবাজার। রামনবমীর শোভাযাত্রাকে কী কী নিয়ম মেনে চলতে হবে, এ বিষয়ে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনাররা আয়োজকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, হাইকোর্টের নির্দেশিকা মেনে মিছিল করতে হবে।
এদিকে, জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে রামনবমীর মিছিল। নন্দীগ্রামেও রাম নবমীর প্রস্তুতি শুরু হয়েছে। আজ রামনবমীতে নন্দীগ্রামের সোনাচুরায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর ও ভূমি পুজোর আয়োজন করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবমীর সকাল থেকেই নন্দীগ্রামে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। ভূমি পুজো উপলক্ষে হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে।
advertisement
এদিকে, হাওড়ার রামনবমীর মিছিলে যোগ দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। হাওড়ার নেতাজি সুভাষ রোড থেকে মিছিল করে রামরাজাতলার রাম মন্দিরে পৌঁছান তিনি। ছিলেন বিজেপি নেতা সঞ্জয় সিংহ।
advertisement
আবার, উল্টোডাঙার গীতাঞ্জলি মোড় থেকে থেকে বেলেঘাটা পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা। ৩৪,৩৫,৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন৷ মিছিলে রয়েছেন বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ।
advertisement
এদিকে, রাম নবমী উপলক্ষে দমদম হনুমান মন্দির থেকে লেকটাউন হনুমান মন্দির পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মিছিলের প্রথমে ও শেষে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2025 9:42 AM IST