#কলকাতা: অমিত শাহ গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। হাসিমুখে তা সাদরে গ্রহণ করছেন তিনি। তখনও অবধি রাজীব বন্দোপাধ্যায়ের ট্যুইটার হ্যান্ডেলের পরিচয় ছিল @Rajibaitc - যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সদ্য প্রাক্তন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দোপাধ্যায়কে। রবিবার নিজের চেনা ময়দানে নেমে রাজীব সুর চড়িয়েছেন তার প্রাক্তন দলের বিরুদ্ধে। তখনও তার নামের পাশে জ্বলজ্বল করছিল ট্যুইটারে aitc শব্দখানি। সোমবার সকালে সেটাও বদলে ফেললেন তিনি। নয়া ট্যুইটার হ্যান্ডেলের নাম হল @RajibBanerjeeWB..
রাজীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, তার নতুন পরিচয় সবাই পাবেন। রাজনৈতিক ক্ষেত্রে তাকে নতুন রুপেই মানুষ দেখতে পাবেন। তাই এই মুহূর্তে প্রচারের অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের বদল দেখিয়ে দিলেন। তার পরেও অবশ্য তাকে নিয়ে ট্রোল থামছে না। তৃণমূল শিবিরের দাবি, নিজের পূর্ব রাজনৈতিক পরিচয় রাজীব বন্দোপাধ্যায় ভুলতে পারেননি। তাই ৭২ ঘন্টা সময় লাগল দল ছাড়ার পরে ট্যুইটারের হ্যান্ডেল বদলাতে। তবে নাম বদল হলেও ব্লু টিক এখনও অবধি অটুট আছে। ফলে তার জনপ্রিয়তায় বাধা পায়নি।