TMC Rejoining: একা পুত্র শুভ্রাংশু নন, মুকুলের হাত ধরে তৃণমূলে রাজীব-সোনালী-সব্যসাচীরাও?

Last Updated:

তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরে যোগ দেবেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। কিন্তু তালিকা আরও লম্বা। কারা রয়েছেন তালিকায়?

#কলকাতা: ২০১৭ সালের ৩ নভেম্বর তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দিয়েছিলেন, সাড়ে তিন বছর পর ফের পুরনো ঘরে ফিরছেন মুকুল রায় (Mukul Roy)৷ বিজেপি-র হয়ে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পরেও আজ গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মুকুল৷ আজ দুপুরেই তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরে যোগ দেবেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। কিন্তু তালিকা আরও লম্বা। জানা গিয়েছে সেখানে নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib banerjee), সব্যসাচী দত্ত (sabyasachi Dutta), সোনালী গুহ (Sonali Guha), শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta), প্রবীর ঘোষালের (Prabir Ghoshal)। সূত্রের খবর, তাঁদের সকলের সঙ্গেই বৃহস্পতিবার কয়েক দফা কথা বলেছেন খোদ মুকুল রায়। নিজে পুরনো দলে ফিরেই নেত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে কথা বলে তাঁদের পুনরায় যোগদানের কথা বলবেন এমন আশ্বাসও দিয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে থেকে কাজ করতে না পারার আক্ষেপ নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত থেকে তুলে নেন পদ্ম পতাকা। তারপর থেকে রাজ্যে বিজেপির প্রচারের অন্যত্তম মুখ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু, ভোটে হেরে যান রাজীব। তারপর থেকেই তাঁকে আর সেভাবে সামনে আসতে দেখা যায়নি। তবে তিনি যে ফের তৃণমূলে ফিরে আসতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনায় একপ্রকার শিলমোহর দেন রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেই। সম্প্রতি ফেসবুক পোস্টে শুভ্রাংশুর মতো তিনিও বিজেপির আত্ম-সমালোচনা করা উচিত বলে মন্তব্য করেন।
advertisement
অন্যদিকে, বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছেন, তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিনকয়েক আগেই ক্ষমা প্রার্থনা করেন সোনালী গুহ। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই বেসুরো প্রবীর ঘোষাল, শীলভদ্র দত্ত। তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও সেভাবে কোনও দিনই সামনের সারিতে দেখা যায়নি বিধাননগরের এক সময়ের দাপুটে নেতা সব্যসাচী দত্তকে। এরপর নির্বাচনে সুজিত বসুর কাছে পরাজিত হন তিনি। তারপর থেকে একপ্রকার নিজেকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে ফেলেছিলেন সব্যসাচী। এ বার ফের নিজের পুরনো দলে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন সব্যসাচী দত্ত। ফলে আজ মুকুল রায়ের যোগদানের পরে বাকিরা কবে যোগদান করেন, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিকমহল।(ইনপুট: আবীর ঘোষাল)।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Rejoining: একা পুত্র শুভ্রাংশু নন, মুকুলের হাত ধরে তৃণমূলে রাজীব-সোনালী-সব্যসাচীরাও?
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement