রাজীবের মানভঞ্জনে তৎপর দল, পার্থর নাকতলার বাড়িতে রাজীবের সঙ্গে বৈঠক, ছিলেন প্রশান্ত কিশোর

Last Updated:

রবিবার দুপুরে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হয় এই বৈঠক। বৈঠকে হাজির ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

#কলকাতা: রাজীব বন্দোপাধ্যায়ের মান ভঞ্জনে তড়িঘড়ি তার সাথে বৈঠকে বসল তৃণমূল কংগ্রেস। রবিবার দুপুরে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হয় এই বৈঠক। বৈঠকে হাজির ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেস মুখ না খুললেও রাজীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, 'দল আলোচনার জন্যে ডেকেছিল। আমি বরাবর আলোচনায় বিশ্বাসী। তাই আমি আমার যা যা সমস্যা ছিল সেই সব কথা দলকে জানিয়েছি। দলের তরফ থেকেও আমাকে কিছু কথা বলার ছিল তারা আমাকে সেটা জানিয়েছেন।'
শুভেন্দু অধিকারীর সাথেও একাধিকবার বৈঠক করে দল। সৌগত রায়ের আলোচনার পাশাপাশি, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় ও ভোট কুশলী প্রশান্ত কিশোর আলোচনা করেন। যদিও সমস্যার সমাধান হয়নি৷ দলের সাথে শুভেন্দুর যে দূরত্ব তৈরি হয়েছে তা আর মিটবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। তার পর পরই রাজীব বন্দোপাধ্যায়ের বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ থেকে দলকে বা দলের বিশেষ বিশেষ কাউকে করা ইঙ্গিতবাহী মন্তব্য ভাবায় দলকে। যদিও রাজীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, "অন্য কারও সাথে আমার সমস্যাকে মিলিয়ে দেবেন না। দুটি একেবারেই ভিন্ন ব্যপার।"
advertisement
তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা রাজীব বন্দোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য উজ্জীবিত করেছে বিরোধী রাজনৈতিক শিবিরকে। তবে তারা যাতে এই অবস্থা থেকে রাজনৈতিক ফায়দা না তুলতে পারে তাই রাজীব বন্দোপাধ্যায় নিয়ে তড়িঘড়ি বৈঠক সারল শাসক দল। তবে এক দিনের বৈঠক আদৌ বরফ গলাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিগত কয়েক দিন ধরে একাধিক অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে নানা মন্তব্য করতে শোনা গেছে বর্তমান বন মন্ত্রীকে। দল বিরোধী সরাসরি কথা না বললেও রাজীব বন্দোপাধ্যায়ের মন্তব্য নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। তাই দ্রুত রাজীব বন্দোপাধ্যায়কে নিয়ে আলোচনায় বসতে চাইছিল দল।
advertisement
advertisement
গত শুক্রবার রাজীব বন্দোপাধ্যায় অভিযোগ করেন, কাজ করতে দেওয়া হচ্ছে না তাঁকে। শুক্রবারই পুরোহিতদের একটি সভায় যোগ দেন রাজীব বন্দোপাধ্যায়। সঙ্গে তিনি বলেন, যা বলেছি সব ভেবে চিন্তেই বলেছি। একই সাথে কিছু দিন আগেও তিনি বলেন, 'ঠাকুরের কথায়, যত মত, তত পথ। যত মত থাকবে, পথও ভিন্ন ভিন্ন হবে। রাজনৈতিক কারণে আমি একথা বলিনি। যা বলেছি ঠাকুরকে স্মরণ করে বলেছি।' তবে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি এখনও একটি রাজনৈতিক দলের কর্মী। তিনি একটি মন্ত্রীসভার সদস্য। তবে তিনি গোটা বিষয়টি ভেবে বলেছেন বলে জানিয়েছেন।
advertisement
অরাজনৈতিক মঞ্চ থেকে এই বক্তব্য হলেও, রাজীব বন্দোপাধ্যায়ের কথাকে গুরুত্ব দিচ্ছে দল। দল মনে করছে রাজীব বন্দোপাধ্যায় সংগঠক ও মন্ত্রী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও না কোনও ভাবে দলের প্রতি তার অভিমান তৈরি হয়েছে। সেই কারণেই তার সাথে আলোচনায় বসল দল। সূত্রের খবর আগামী সপ্তাহেই রাজীব বন্দোপাধ্যায়ের সঙ্গে ফের একবার আলোচনায় বসবেন দলের নেতারা। দলের ব্যাখ্যা রাজীব বন্দোপাধ্যায় কোথাও সরাসরি কূ-কথা বলেননি দলের উদ্দেশ্যে। দলনেত্রীর সম্পর্কেও কোনও কটূ শব্দ ব্যবহার করেননি। ফলে রাজীবের সঙ্গে  আলোচনায় বসতে চলেছে দল।
advertisement
শনিবারই সৌগত রায় অবশ্য বলেন, 'যারা আমাদের দলে আছেন, তাদের আমরা দলে রাখার চেষ্টা করব। ভোটের আগে কিছু লোক কিছু কিছু কথা বলেন। নেত্রী রাস্তায় নেমে গেছে, দল রাস্তায় নেমে গেছে। এখন বাকি কিছু ভাবার অবকাশ নেই।' রাজীব বন্দোপাধ্যায় অবশ্য  জানিয়েছেন, 'রাজনীতি করি বলে অনেক মানুষকে সাহায্য করতে পারি। ব্যক্তিগত ভাবে এতটা করা যায় না। মানুষ বড় স্বার্থপর। নিজের ছাড়া কিছু বোঝে না। যতদিন বাঁচব, ততদিন মানুষের হয়েই কাজ করব।' রাজনৈতিক মহলের দাবি, শুধু নিজের জেলা নয়। যখনই যে জেলায় দায়িত্ব পেয়েছেন সেখানে যথেষ্ট সাফল্য এনেছেন রাজীব বন্দোপাধ্যায়। এখন দেখার রাজীবকে আটকাতে কী রাস্তা বেছে নেয় দল।
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজীবের মানভঞ্জনে তৎপর দল, পার্থর নাকতলার বাড়িতে রাজীবের সঙ্গে বৈঠক, ছিলেন প্রশান্ত কিশোর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement