Rajganj BDO Update: নিউ টাউনের ফ্ল্যাট ছ জন মিলে মারধর, বেল্ট খুলে মারেন বিডিও নিজেই! স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ঘটনায় বিডিও-র কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং বন্ধু তুফান থাপাকে গ্রেফতার করেছে পুলিশ৷
নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ৷ বিডিও-র ধৃত গাড়ির চালক এবং বন্ধুকে জেরা করে এই বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ৷ দু জনেই জেরায় স্বীকার করেছেন, নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণ ব্যবসায়ীকে ছ জন মিলে মারধর করেছিল৷ এমন কি, রাজগঞ্জের বিডিও নিজেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট খুলে মেরেছিলেন বলেও ধৃতরা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর৷
পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল৷ বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ওই ব্যবসায়ীর কাছে তাঁর দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ৷ সেই সোনা উদ্ধার করতেই ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করেন বিডিও৷ গত ২৮ অক্টোবর ওই স্বর্ণব্যবসায়ীকে তাঁর দত্তাবাদের দোকান থেকে গাড়িতে করে তুলে নিয়ে আসেন ওই বিডিও এবং তাঁর সঙ্গীরা৷ অভিযোগ, নিউ টাউনের একটি ফ্ল্যাটে নিয়ে এসে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়৷ মারধরের সময় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হলে তাঁর দেহ যাত্রাগাছির খালপাড়ে ফেলে আসা হয়৷ দু দিন পরে স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়৷
advertisement
প্রথম থেকেই এই ঘটনায় নিজের যোগ অস্বীকার করছিলেন ওই বিডিও৷ কিন্তু ক্রমাগত তাঁর বয়ানের অসঙ্গতি ধরা পড়ে৷ প্রমাণ হয়ে যায়, ঘটনার সময় কলকাতাতেই ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ খুনের ঘটনায় তাঁর জোরাল যোগ সামনে আসতেই উধাও হয়ে গিয়েছেন এই বিডিও৷
advertisement
এই ঘটনায় বিডিও-র কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং বন্ধু তুফান থাপাকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, জেরায় ওই দু জন পুলিশকে জানিয়েছে, গত ২৮ অক্টোবর নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর ছ জন মিলে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে৷ বিডিও প্রশান্ত বর্মনও বেল্ট খুলে ওই ব্যবসায়ীকে মারেন বলে দাবি ধৃতদের৷ লাথি, ঘুষিও মারেন তিনি৷ যদিও ধৃতদের দাবি, প্রাণে মারার উদ্দেশ্যে ওই ব্যবসায়ীকে মারধর করা হয়নি৷ কিন্তু মারধরের সময় ওই ব্যবসায়ীর মাথার পিছন দিকে আঘাত লাগে৷ তার জেরেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর৷
advertisement
ধৃতদের আরও দাবি, ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে বিডিও প্রশান্ত বর্মনই তাঁর নিজের গাড়িতে ব্যবসায়ীর দেহ যাত্রাগাছির খালের কাছে ফেলে আসতে বলেন৷ ওই বিডিও৷ যে পাঁচজন ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে, তাদের মধ্যে পাঁচ জনই উত্তরবঙ্গের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে নমুনা সংগ্রহ করা হবে৷ অভিযুক্ত বিডিও সহ বাকি অভিযুক্তদেরও খোঁজ শুরু করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 11:48 AM IST

