দলনেত্রীর আদর্শে আস্থা আজও || 'ভুলগুলি' ধরিয়েই রাজীবের ইঙ্গিত 'ধৈর্য ধরে আছি'

Last Updated:

এক কথায় উত্তর না দিলেও রাজীবের বার্তা, মানুষের জন্য কাজ করতে যা করার তাইই করবেন।

#কলকাতা: লাইভে এলেন রাজীব  বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন মন কি বাত। যুবসমাজকে তাঁর বার্তা, লক্ষ্যভ্রষ্ট হোয়ো না। রাজীবের বহু প্রতীক্ষিত ফেসবুক লাইভের নির্যাস, দলের ভুলই শুধরে দিতে চেয়েছিলেন তিনি। দলবদল করছেন কি করছেন না, এক কথায় উত্তর না দিলেও রাজীবের বার্তা, মানুষের জন্য কাজ করতে যা করার তাইই করবেন।
ঘড়ির কাটায় তিনটে, পূর্বনির্ধারিত সূচি মেনেই সকলকে শুভেচ্ছা জানিয়ে জনগণের প্রতিনিধি রাজীব বার্তা দেওয়া শুরু করেন। জনতার দরবারে অবতীর্ণ হয়েই তাঁর মুখে এল স্বামী বিবেকানন্দের নাম। রাজীব বলছিলেন, যুবসমাজ পথ দেখাতে পারে। আর এই যুবসমাজের অনুপ্রেরণা হতে পারেন স্বামীজী। রাজীবের যুক্তি, জীবনের শুরুতে 'আত্মনির্ভর' হতেচেয়েছিলাম। আজকের যুবসমাজও এমন একজনকে চাইছে যে যুবসমাজকে পথ দেখাবে। পাশে দাঁড়াবে। রাজীবের কথায় স্পষ্ট, সেই ভূমিকাতেই অবতীর্ণ হতে চাইছেন তিনি।
advertisement
রাজীব এদিনও বলছিলেন, "মানুষের জন্য কাজ করতে চাই। বাংলার বুকে কর্মসংস্থানটাই আমার মূল লক্ষ্য। যাতে একটা কাজের পরিবেশ তৈরি হয়, আইটি সেক্টরকে ডেকে আনা যায় সেই লক্ষ্যেই কাজ করব।"
advertisement
কিন্তু এই লক্ষ্যপূরণ কি পুরনো জার্সি গায়েই করবেন নাকি জার্সিবদল নিশ্চিত? তাঁর ক্ষোভটা কোথায়, কেন যাচ্ছেন না মন্ত্রীসভার বৈঠকে? এই কর্মসংস্থানের প্রতিশ্রুতি কি আসলে নতুন করে কেরিয়ার শুরুরই ইঙ্গিত? রাজীবের বক্তব্য,"মানুষের স্বার্থে রাজনীতি করি। আর সেই জন্যেই রাজনৈতিক দলের হাত ধরা।" ব্যাখা দিতে গিয়ে রাজীব আহত সুরেই বলছিলেন, "অনেক সময়েই ভালো কাজ করতে চেয়ে করতে পারিনি যখন, তখন আহত হয়েছি। ক্ষোভও জমেছে। সেই ক্ষোভ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি।" তাঁর কথায়, "দলের কর্মীরা শুধু সম্মান চায়। কেউ বলতে পারবেন না দলের কর্মীরা আমার থেকে অসম্মান পেয়েছে। আমার দলনেত্রীও এই একই কথা বলেন। কিন্তু কখনও দেখা যায় সেই কথা রাখা হয় না। কাজ করতে গিয়ে বাধা পেয়ে মুখ খুলেছি, সেটাকে অন্যায় মনে করি না।"
advertisement
ক্ষুব্ধ রাজীবে সুস্পষ্ট বার্তা "বেশ কিছু নেতা আমার ভালো কাজকে অপব্যখ্যা করছে। মানুষ যেখানে চাইবে আমি সেখানেই থাকব। মাছ যেমন জলে সাবলীল, রাজীব মানুষের মধ্যে সাবলীল।" কথায় কথায় রাজীব মনে করিয়ে দিলেন, "দলনেত্র‌ীর আদর্শও আমার আদর্শ ছিল। তাঁর দেখানো পথেই কাজ করে গিয়েছি। কিন্তু অনেক সময় দেখা গিয়েছে ভুল বোঝানো হচ্ছে বারবার।"
advertisement
আজ তাঁর বেসুরো মন্তব্য নিয়ে আলোচনা, সর্বত্র। সেটাকেও ভালো ভাবে নিচ্ছেন না রাজীব। বলছিলেন, " আমার কাজে বাধা দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে অপব্যখ্যা নিয়ে। আমাকে দুঃখ দেয় এই ঘটনাটা।"
এর পরেই রাজীবের ইঙ্গিতপূর্ণ বার্তা, "আশা করি আমার কথা বুঝতে পারলেন আমি কী বলতে চাইছি।" রাজীবের বক্তব্যে পরিষ্কার, আগামী দিনে যে পথে গেলে মানুষের কাজ করা যাবে সে পথেই যাবেন।
advertisement
শুধু রাজনীতি না, কাজে গতি আনতেও এদিন দাওয়াই দিলেন রাজীব। বললেন, " আজকে যুবসমাজ চাকরি পাচ্ছে না, বাইরে চলে যাচ্ছে। আমাদের রাজ্যে যে সম্পদ আছে, মেধা আছে তা অন্য বহু রাজ্যেই নেই। আমার তাঁদের দেখে খারাপ লাগে। যুবসমাজের অনেকেই বুঝতে পারে না, কী ভাবে প্রস্তুতি নেবে।" রাজীব বলেন, একটা বিনামূল্যে কোচিং সেন্টার খুলেছেন তিনি। যেখানে ইন্টারভিউ বোর্ডের মোকাবিলা থেকে শুরু করে চাকরির পরীক্ষার প্রস্তুতি সবটাই শেখানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দলনেত্রীর আদর্শে আস্থা আজও || 'ভুলগুলি' ধরিয়েই রাজীবের ইঙ্গিত 'ধৈর্য ধরে আছি'
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement