নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রাজ্যে !
Last Updated:
#কলকাতা: নিম্নচাপের অকালবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রাজ্যে। ক্ষতি শস্য থেকে ফুল, ফল চাষে। আমন ধান কাটার সময় এখন। মাঠে পড়ে থাকা ধান বৃষ্টির জলে নষ্ট হচ্ছে। আলু, কপি, সর্ষে,ধনেপাতায় পোকা ধরে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষও।
ভয় ধরিয়েছে ফেতাই। সোমবার ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পূর্ব গোদাবরী উপকূলে। শেষরক্ষা হয়নি। নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। এই অকালবৃষ্টিতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা।
হাওড়া
advertisement
আমন ধান কাটা চলছে উদয়নারায়ণপুরে। অকালবৃষ্টিতে জমিতে পড়েই নষ্ট হচ্ছে ধান। ক্ষতিগ্রস্ত কপি ও আলু চাষ।
মুর্শিদাবাদ
অসময়ের বৃষ্টিতে হরিহরপাড়া, নওদা, ডোমকল, ভগবানগোলা, লালগোলা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় নষ্ট হচ্ছে সর্ষে, মসুরির ডাল, ছোলা, কপি- সহ বিভিন্ন ফসল।।
advertisement
পশ্চিম মেদিনীপুর
আলু থেকে ফুলকপি... বাঁধাকপি থেেক বরবটি---বিভিন্ন সবজিতে রোগ-পোকার আক্রমণ শুরু হয়েছে। বাড়ছে আশঙ্কা।
দক্ষিণ ২৪ পরগনা
নষ্ট হচ্ছে পাকা আমন ধান। অকালবৃষ্টিতে অঙ্কুর জমে যাচ্ছে ধানে। বৃষ্টি থামলে ধান তুলতে গেলে ঝরে পড়ার আশঙ্কা বাড়ছে। ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় সবজি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে ।
উত্তর ২৪ পরগনা
সর্ষে, পটল, ফুলকপি, বাঁধাকপি, মসুর ডাল ও ফুলের চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা বনগাঁ মহকুমার গাইঘাটা, গোপালনগর, বাগদা ব্লকে।
advertisement
মালদহ
দশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। সর্ষে চাষ হচ্ছে ৪৫ হাজার হেক্টর জমিতে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসল। দেড় লক্ষ হেক্টর জমির তিরিশ শতাংশই নষ্ট হওয়ার আশঙ্কা। ব্লক ভিত্তিক রিপোর্ট তৈরি করছে কৃষি দফতর।
পূর্ব বর্ধমান
বৃষ্টিতে পেঁয়াজ চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা।
হুগলি
ক্ষতির মুখে আলু, ধনেপাতা, পালং শাক, নটে শাক-সহ কাটা ফসল।
advertisement
অন্যদিকে, উলটো ছবি জলপাইগুড়ি ও হলদিবাড়িতে। অসময়ের এই বৃষ্টিতে চাষের উপকারই হবে বলে জানাচ্ছে কৃষি দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2018 5:55 PM IST