#কলকাতা: ২৪ ঘণ্টার রেকর্ড ইতিমধ্যেই পকেটে পড়েছে বৃষ্টি ৷ ১০ বছরের মধ্যে একদিনে এত বৃষ্টি হয়নি কলকাতায় ৷ কিন্তু যতই রেকর্ডের মালা ঝুলুক গলায়, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে সহজে দৌড়ে ক্ষান্ত দেবে না বৃষ্টি ৷ ফলে আজও কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই ৷ হাওয়া অফিস জানাচ্ছে, শুধু কলকাতা নয়, বৃষ্টি হতে পারে উপকূলের তিন জেলাতেই ৷ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের পাঁচ জেলাতেও ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বাংলাদেশ থেকে সরছে পশ্চিম দিকে ৷ তার জেরেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ৷ তবে উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা রয়েছে ৷ আজও উত্তরের জেলাগুলিতে মাঝারি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কাল থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে ৷ এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন: বেপরোয়া পর্যটকদের রুখতে এবার দিঘায় চালু হল নতুন নিয়ম
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।