কলকাতা সহ সারা রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

কলকাতা সহ সারা রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

#কলকাতা: দিনভর অসহনীয় গরমের পর সোমবার গভীর রাতে ভিজেছিল মহানগর ৷ ফের সকাল হতে না হতেই চড়া হচ্ছে রোদের তাপ ৷ কিন্তু মাঝেমধ্যেই সেই রোদের মুখ ঢেকে দিচ্ছে মেঘ ৷ এই মেঘই বয়ে আনতে পারে কলকাতার জন্য স্বস্তির বার্তা ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে কলকাতায় ৷
শুধু বৃষ্টি সঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখীও ৷ সন্ধেয় দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় গড়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার। ঝড়ের সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানে। বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়ায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড় হতে পারে। অন্য পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা।
advertisement
advertisement
কলকাতার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ৷তবে আগামী দু'দিন অস্বস্তিসূচক অপরিবর্তিত থাকায় হাঁসফাঁস গরম থেকে মুক্তি পাচ্ছে না কলকাতা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় সারাদিনই প্যাচপ্যাচে গরম থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলি ভাসবে বৃষ্টিতে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা সহ সারা রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement