গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত ! বৃহস্পতিবার ইডেনে ম্যাচ ভেস্তে যাবে না তো ?

Last Updated:

আবহাওয়া দফতরের তরফে দুঃসংবাদ ৷

#কলকাতা: মঙ্গলবার মহালয়া ৷ শরতের আকাশ ৷ আকাশে-বাতাসে পুজোর গন্ধ পেতে শুরু করেছেন বাংলার মানুষ ৷  কিন্তু এর মধ্যেই আবার আবহাওয়া দফতরের তরফে দুঃসংবাদ ৷ জোড়া ঘুর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামী ৪৮ ঘণ্টা তাই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি ঘুর্ণাবর্ত। এটি বাংলা ও ওড়িশা উপকূলে বিস্তৃত। এর জেরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের এই খবরে স্বভাবতই সিএবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ৷ কারণ মহালয়ার পরেই ২১ তারিখ ইডেনে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ ৷ বৃষ্টি হতে পারে, এমনটা মাথায় রেখেই তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে সিএবি-র তরফে ৷ ম্যাচের দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলে তা মোকাবিলা করার মতো ক্ষমতা যে সিএবি-র রয়েছে, তা আগের বেশ কয়েকটি ম্যাচেই দেখা গিয়েছিল ৷ বৃষ্টি থামলেই যাতে তাড়াতাড়ি ম্যাচ শুরু করা যায়, তার সমস্ত ব্যবস্থাই মজুত রয়েছে ইডেনে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত ! বৃহস্পতিবার ইডেনে ম্যাচ ভেস্তে যাবে না তো ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement