গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত ! বৃহস্পতিবার ইডেনে ম্যাচ ভেস্তে যাবে না তো ?

Last Updated:

আবহাওয়া দফতরের তরফে দুঃসংবাদ ৷

#কলকাতা: মঙ্গলবার মহালয়া ৷ শরতের আকাশ ৷ আকাশে-বাতাসে পুজোর গন্ধ পেতে শুরু করেছেন বাংলার মানুষ ৷  কিন্তু এর মধ্যেই আবার আবহাওয়া দফতরের তরফে দুঃসংবাদ ৷ জোড়া ঘুর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামী ৪৮ ঘণ্টা তাই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি ঘুর্ণাবর্ত। এটি বাংলা ও ওড়িশা উপকূলে বিস্তৃত। এর জেরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের এই খবরে স্বভাবতই সিএবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ৷ কারণ মহালয়ার পরেই ২১ তারিখ ইডেনে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ ৷ বৃষ্টি হতে পারে, এমনটা মাথায় রেখেই তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে সিএবি-র তরফে ৷ ম্যাচের দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলে তা মোকাবিলা করার মতো ক্ষমতা যে সিএবি-র রয়েছে, তা আগের বেশ কয়েকটি ম্যাচেই দেখা গিয়েছিল ৷ বৃষ্টি থামলেই যাতে তাড়াতাড়ি ম্যাচ শুরু করা যায়, তার সমস্ত ব্যবস্থাই মজুত রয়েছে ইডেনে ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত ! বৃহস্পতিবার ইডেনে ম্যাচ ভেস্তে যাবে না তো ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement