#কলকাতা: গতকাল, রবিবারের মতো আজ সোমবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ গতকাল অসহ্য গরমের পর সন্ধ্যের বৃষ্টিতে খানিক স্বস্তি পেয়েছিলেন শহরবাসী ৷ আজও তেমনই ঘটার সম্ভাবনা রয়েছে ৷ কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷
আজ দুপুরের পরই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় ৷ কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে ৷ আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলিসিয়াসের আশপাশে থাকবে ৷
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।