স্টেশনে ছিল আরপিএফ, পর্যাপ্ত আলো! নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে মমতার অভিযোগ খারিজ রেলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল, বুধবার মুর্শিদাবাদের নিমতিতায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন৷
#কলকাতা: মুর্শিদাবাদের নিমতিতায় মন্ত্রী জাকির হোসেন এবং তাঁর অনুগামীদের লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনায় রেলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি৷ লিখিত বিবৃতি দিয়ে রেলের তরফে অবশ্য এই সমস্ত অভিযোগই অস্বীকার করা হল৷ পাশাপাশি, এই ঘটনার তদন্তে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷
গতকাল, বুধবার মুর্শিদাবাদের নিমতিতায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন৷ আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনই আহত মন্ত্রীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে দেখতে গিয়ে অভিযোগ করেন, 'এটা অনেক বড় ষড়যন্ত্র। রেল এতবড় ঘটনার পরে কী করে গা ছাড়া দিচ্ছে জানি না। জাকিরের অবস্থা খারাপ, এখন অপারেশন থিয়েটারের রয়েছে। কয়েকজন পেশেন্টের অবস্থা দেখা যাচ্ছে না।' মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এই ঘটনার সময়ে কোনও রেলপুলিশ ছিল না নিমতিতা স্টেশনে। স্টেশন চত্বরও অন্ধকারাচ্ছন্ন ছিল।
advertisement
রেলের তরফে অবশ্য এ দিন ঘটনার নিন্দা করে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পর প্রথম রেল পুলিশ এবং রেলের কর্মীরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ স্টেশনের প্রবেশ পথ এবং প্ল্যাটফর্মেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল বলে পূর্ব রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে৷ আরও জানানো হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করার জন্য রেলের পক্ষ থেকে রাজ্য সরকারকে প্রস্তাবও পাঠানো হয়েছে৷ তবে এই ঘটনায় রেল আলাদা করে কোনও তদন্ত করবে না৷ তদন্ত করবে জিআরপি৷ এমনই জানিয়েছেন মালদহের ডিআরএম৷
advertisement
advertisement
এ দিনই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি৷ এনআইএ-র একটি দলও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2021 11:01 PM IST