#কলকাতা: সোদপুর-কাণ্ডে স্টেশন মাস্টারকে শো-কজ করল রেল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বুকিং ক্লার্কের ভুল ঘোষণাতেই এই বিপত্তি। বিশেষজ্ঞদের মতে, গত এক বছরে এই শাখায় এই নিয়ে সাতবার ভুল করলেও কোনও শিক্ষা নেয়নি রেল।
বুধবার সকালে এমনই এক ঘোষণা থেকে ছড়িয়েছিল বিভ্রান্তি। এরপর দু’ঘণ্টা ধরে সোদপুর স্টেশন সাক্ষী যাত্রী তাণ্ডবের। প্রশ্ন হচ্ছে আর কবে শিক্ষা নেবে রেল ?
পরিসংখ্যান বলছে, গত এক বছরে সোদপুর থেকে শিয়ালদহের মধ্যে এই নিয়ে সাতবার ভুল ঘোষণা করেছে রেল। তার মাশুল হিসেবে বেলঘরিয়া প্রাণ হারিয়েছেন দুই ছাত্র। সোদপুরেও একজনের মৃত্যু হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই তদন্ত কমিটি তৈরি করে দায় এড়িয়েছে রেল। আসেনি কোনও রিপোর্ট। নেওয়া হয়নি কোনও পদক্ষেপ। ফলে সতর্ক হওয়ার বদলে গা ছাড়া মনোভাবই বেড়েছে রেলকর্মীদের মধ্যে। এর সঙ্গে আছে লাইনের খারাপ অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাব।
পূর্ব রেলের ব্যস্ততম ডিভিশন শিয়ালদহ। অভিযোগ, মেইন লাইনে গড়ে যত ট্রেন প্রয়োজন, তা নেই। ১২ বগি ট্রেনের জন্য নেই প্ল্যাটফর্ম। উপরন্তু যোগাযোগের মারাত্মক অভাব রয়েছে। ফলে কন্ট্রোলরুম থেকে অনেক সময়ই বার্তা যায় না স্টেশন মাস্টার এবং বুকিং ক্লার্কের কাছে। জানতে পারেন না চালক, গার্ডেরাও। এদিন সোদপুর স্টেশনের ঘটনা তা ফের একবার প্রমাণ করল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Passengers Agitation, Sealdah Train Service Disrupted, Sodepur Station Chaos, Train Service Disrupted