রেলের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় অনিয়মের গন্ধ, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন হাইকোর্টের

Last Updated:

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের থেকে বিশদ নথি তলব।

ARNAB HAZRA
#কলকাতা: রেলের গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-এর গন্ধ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। "নর্মালাইজেশন" প্রশ্নে নাস্তানাবুদ চেয়ারপার্সন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের থেকে বিশদ নথি তলব।
রেলের গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয় ২০১২ সালে। শূন্যপদ প্রায় ৫০০০। আবেদন জমা পড়ে প্রায় ১৭ লক্ষ। ১০ দিন ধরে দুই শিফটে নেওয়া হয় পরীক্ষা। অর্থাৎ ২০ শিফটে চাকরির পরীক্ষা দেন ১৭ লক্ষ। ভিন্ন শিফটে পরীক্ষা হয় ভিন্ন প্রশ্নমালায়। কিছু প্রশ্নমালা হয় কঠিন, কিছু সহজ।
advertisement
advertisement
২০ প্রশ্নমালায় প্রাপ্ত নম্বরের মধ্যে সামঞ্জস্য আনতে নিয়োগ প্রক্রিয়ায় রাখা হয় নর্মালাইজেশন পদ্ধতি। এই নর্মালাইজেশন পদ্ধতি কীভাবে কখন নেওয়া হয়, তা জানতে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে'র চেয়ারপার্সন-কে জরুরি ভিত্তিতে শুক্রবার তলব করে হাইকোর্ট। দুপুর ২টোয় হাজিরা দেন চেয়ারপার্সন। যদিও হাইকোর্ট-কে সন্তুষ্ট করতে ব্যর্থ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের চেয়ারপার্সন।
গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সংস্থা এবং রেলওয়ে বোর্ডের মধ্যে যাবতীয় চুক্তি এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি সাতদিনের মধ্যে
advertisement
রেলকে পেশ করতে নির্দেশ দিয়েছে এদিন আদালত। একইসঙ্গে অডিট রিপোর্টও পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের চেয়ারপারসনকে।
কেনো এমন নির্দেশ? চেয়ারপার্সন ডিভিশন বেঞ্চকে হাজিরা দিয়ে জানান, "রেলে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় সব ফাইল সঠিকভাবে গুছিয়ে রাখা যায়নি। ২০১২পরবর্তী সময়ে রেলের একাধিক জোনের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং সেলের চেয়ারপার্সন অদল বদল হয়, তাই সঠিকভাবে সেই সময় সমস্ত ফাইল মেনটেন করা যায়নি।"
advertisement
এই তথ্য জেনে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বিস্ময় প্রকাশ করে। এমনই চাঞ্চল্যকর তথ্যে এজলাসে তখন কার্যত পিনড্রপ সাইলেন্স। গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় "নর্মালাইজেশন" পদ্ধতির মানদন্ড কি ? গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার মিনিটস কোথায়? কীভাবে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের আগেই নিয়োগ হয়?
এই তিন প্রশ্নের কৈফিয়ৎ-ও রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর চেয়ারপার্সনের কাছে চায় ডিভিশন বেঞ্চ। উত্তর দিতে গিয়ে চেয়ারপার্সন জানান,
advertisement
সব নিয়োগ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর পলিসি মেনে হয়। ডিভিশন বেঞ্চ এর পাল্টা প্রশ্ন, " গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার কোন স্তরে নরমালাইজেশন পদ্ধতি প্রয়োগ হয়?" চেয়ারপারসনের উত্তর, "লিখিত পরীক্ষার পরই নর্মালাইজেশন। " নিয়োগ বিজ্ঞপ্তিতে তার উল্লেখ কোথায়? ডিভিশন বেঞ্চের এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি চেয়ারপার্সন।
চেয়ারপার্সন আদালতকে জানান, "বিশদে বিস্তারিত আকারে সমস্ত কিছু বিজ্ঞপ্তিতে দেওয়া যায়নি। এরপরই ডিভিশন বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের এমন সিদ্ধান্তের। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ "আইনের চোখে নথির মূল্য আছে, নথি পেশ করুক রেল।"
advertisement
চেয়ারপার্সনের এ দিনের বক্তব্য ও নথি সন্তুষ্ট করতে পারেনি আদালতকে।
মামলাকারী বিপুল বিশ্বাসের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, "গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সংস্থা এবং রেলওয়ে বোর্ডের মধ্যে চুক্তি এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি সাতদিনের মধ্যে রেলকে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অডিট রিপোর্টও চাওয়া হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের চেয়ারপার্সনের থেকে।"
advertisement
২০ ডিসেম্বর মামলাটি শুনানির জন্য ফের আসবে হাইকোর্টে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেলের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় অনিয়মের গন্ধ, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন হাইকোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement