Sealdah: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর...! আর দাঁড়াতে হবে না টিকিট কাউন্টারে, বিরাট উদ্যোগ শিয়ালদহ রেল ডিভিশনে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Sealdah: যাত্রী সেবার মানোন্নয়ন এবং টিকিটবিহীন যাত্রার প্রবণতা রোধ করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এক অভিনব উদ্যোগ হিসেবে মোবাইল ইউটিএস (আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) চালু করেছে শিয়ালদহ স্টেশনে।
কলকাতা: যাত্রী সেবার মানোন্নয়ন এবং টিকিটবিহীন যাত্রার প্রবণতা রোধ করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এক অভিনব উদ্যোগ হিসেবে মোবাইল ইউটিএস (আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) চালু করেছে শিয়ালদহ স্টেশনে। শ্রী জসরাম মীনা, সিনিয়র ডিসিএম/শিয়ালদহ, শ্রী রাজীব সাক্সেনা, ডিআরএম/শিয়ালদহ-এর নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এই প্রযুক্তিনির্ভর সেবার দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে।এই উদ্যোগের মূল লক্ষ্য হল যাত্রীদের জন্য টিকিট কাটা আরও সহজ ও সুবিধাজনক করে তোলা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্বিঘ্ন ও দ্রুত সেবা প্রদান করা।
মোবাইল ইউটিএস মেশিনের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা জেনে নিন
সুবিধাজনক স্থানে স্থাপিত এই মোবাইল ইউটিএস মেশিনগুলির মাধ্যমে যাত্রীদের, বিশেষত প্রবীণ নাগরিক, অসুস্থ, মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের, আর টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।
এই মেশিনগুলো টিকিটিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করায় রেলকর্মীদের উপর চাপ কমে এবং নিরাপত্তা ও সময়নিষ্ঠতা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে তাদের নিযুক্ত করা সম্ভব হচ্ছে।
advertisement
advertisement
এই মেশিনগুলো যেকোনও প্রয়োজনে সহজে স্থানান্তরযোগ্য হওয়ায় বেশি ভিড় হয় এমন জায়গায় সহজেই মোতায়েন করা যায়।
অতিরিক্ত টিকিটিং পয়েন্ট হিসেবে কাজ করে যাত্রীদের সমভাবে বিতরণে সাহায্য করে।
advertisement
বিকেন্দ্রীকৃত টিকিটিং ব্যবস্থার ফলে দ্রুত সেবা প্রদান সম্ভব হয়, যার ফলে যাত্রীরা অপেক্ষা না করেই দ্রুত টিকিট সংগ্রহ করতে পারছেন।
শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে এটি যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করছে।
advertisement
এছাড়াও, মোবাইল ইউটিএস মেশিনগুলো রিয়েল-টাইমে টিকিট বিক্রির তথ্য সরবরাহ করে, যা যাত্রী চলাচল বিশ্লেষণে ও পরিষেবা পরিকল্পনায় সাহায্য করে। রেলকর্মীদের মাধ্যমে এই সেবা স্টেশন প্রাঙ্গণে দেওয়া হচ্ছে এবং যাত্রীদের এই সুবিধা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এই নতুন উদ্যোগ ইতিমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে। গত তিন দিনে মোট ৯৫২ জন যাত্রী মোবাইল ইউটিএস পরিষেবা ব্যবহার করেছেন এবং ২৬,৩০৫ টাকা সংগৃহীত হয়েছে। এই তথ্য থেকে পরিষ্কার যে যাত্রীদের কাছে এই সেবা কার্যকর ও সুবিধাজনক হিসেবে বিবেচিত হয়েছে। শ্রী রাজীব সাক্সেনা, ডিআরএম/শিয়ালদহ বলেন, ‘প্রযুক্তিনির্ভর এই অগ্রগামী পদক্ষেপ শিয়ালদহ বিভাগের যাত্রীবান্ধব ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে একটি আরও আরামদায়ক ও কার্যকর যাত্রাপথ নিশ্চিত করা সম্ভব হবে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 10:35 AM IST