#কলকাতা: ঘুম ভাঙতেই রেল অবরোধের খবর। স্তব্ধ ট্রেনের মধ্যে বসে দুর্ভোগ পোহালেন যাত্রীরা। সোমবার সকালে ঝা়ডখণ্ড সরকারের নীতির বিরোধিতায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে আদিবাসীদের রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মায়ের মৃত্যু সংবাদ পেয়েও পৌঁছতে পারলেন না কেউ। অসুস্থ আত্মীয়কে নিয়ে ট্রেনে বসে আশঙ্কায় প্রহর গুনলেন কোনও যাত্রী। খাবার বা জল না পেয়ে বাড়ল ক্ষোভ।
ঝাড়খণ্ড সরকারের জমি অধিগ্রহণ বিল ও ধর্মান্তকরণ আইন প্রত্যাহারের দাবি। সপ্তাহের প্রথম দিনেই রেল অবরোধে নামে আদিবাসীদের দুই সংগঠন। মালদা, দুই দিনাজপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় রেল অবরোধের জেরে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন ও এক্সপ্রেস ট্রেন। এ-রাজ্যের সঙ্গে উত্তরপূর্বের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চরম সমস্যায় পড়েন যাত্রীরা। মজুত করা খাবার বা জল ফুরিয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে। রেলের তরফে কোথাও শুকনো খাবার দেওয়া হলেও তাতে সমস্যা মেটেনি।ওল্ড মালদহ স্টেশনে আটকে পড়ে পদাতিক এক্সপ্রেস। লখনউয়ের বাসিন্দা এক যাত্রী কর্মসূত্রে থাকেন এনজেপিতে। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথেই অঘটন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rail Blocked, Stations Blocked