একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

Last Updated:

ঝাড়খণ্ড সরকারের জমি অধিগ্রহণ বিল ও ধর্মান্তকরণ আইন প্রত্যাহারের দাবি। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনে রেল অবরোধ চলছে আদিবাসী সেঙ্গল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টির।

#কলকাতা: ঘুম ভাঙতেই রেল অবরোধের খবর। স্তব্ধ ট্রেনের মধ্যে বসে দুর্ভোগ পোহালেন যাত্রীরা। সোমবার সকালে ঝা়ডখণ্ড সরকারের নীতির বিরোধিতায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে আদিবাসীদের রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মায়ের মৃত্যু সংবাদ পেয়েও পৌঁছতে পারলেন না কেউ। অসুস্থ আত্মীয়কে নিয়ে ট্রেনে বসে আশঙ্কায় প্রহর গুনলেন কোনও যাত্রী। খাবার বা জল না পেয়ে বাড়ল ক্ষোভ।
ঝাড়খণ্ড সরকারের জমি অধিগ্রহণ বিল ও ধর্মান্তকরণ আইন প্রত্যাহারের দাবি। সপ্তাহের প্রথম দিনেই রেল অবরোধে নামে আদিবাসীদের দুই সংগঠন। মালদা, দুই দিনাজপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় রেল অবরোধের জেরে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন ও এক্সপ্রেস ট্রেন। এ-রাজ্যের সঙ্গে উত্তরপূর্বের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চরম সমস্যায় পড়েন যাত্রীরা। মজুত করা খাবার বা জল ফুরিয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে। রেলের তরফে কোথাও শুকনো খাবার দেওয়া হলেও তাতে সমস্যা মেটেনি।ওল্ড মালদহ স্টেশনে আটকে পড়ে পদাতিক এক্সপ্রেস। লখনউয়ের বাসিন্দা এক যাত্রী কর্মসূত্রে থাকেন এনজেপিতে। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথেই অঘটন।
advertisement
পুণে থেকে উত্তর-পূর্বে বেড়াতে যাচ্ছিলেন কয়েকজন। পদাতিক এক্সপ্রেসে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন তাঁরাও।
advertisement
পদাতিক এক্সপ্রেসে খাবার-দাবারে টান , নেই পর্যাপ্ত জল। বাধ্য হয়ে শুকনো খাবার কিনতে বেরোন কেউ কেউ। অসুস্থ আত্মীয় সঙ্গে থাকায় ট্রেনে বসেই রক্তচাপ বাড়ল যাত্রীর।
শিয়ালদহ থেকে এনজেপি ফিরছিলেন তিন বন্ধু। ওল্ড মালদহে স্টেশনে পদাতিক এক্সপ্রেস আটকে থাকার খবরে চিন্তা বাড়ে পরিবারেরও। নিজেদের দুশ্চিন্তার মধ্যেই ফোনে বাড়ির লোককে আশ্বস্ত করেন তাঁরা।
advertisement
উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকে হয়রানির শিকার অনেকে।
এর সঙ্গেই মালদহ ও ডালখোলায় ৩৪ নং জাতীয় সড়ক ও অবরোধ হয় দঃ দিনাজপুরের বুনিয়াদপুরে ৫১২ নং জাতীয় সড়কেও অবরোধ হয়। বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন রাস্তা অবরোধ হয়। সড়কপথ অবরূদ্ধ হয়ে পড়ায় যাত্রীদের বিকল্পপথে যাওয়ার সুযোগ আটকে যায়। সাতঘণ্টা পর অবরোধ উঠলেও দিনভার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement