হাওড়া লাইনে রেল অবরোধ, দাঁড়িয়ে একাধিক দূরপাল্লার ট্রেন

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

অবশেষে রেল আধিকারিকদের আশ্বাসে উঠে যায় অবরোধ ৷

  • Last Updated :
  • Share this:

    #হাওড়া: রেল অবরোধের জন্য আংশিকভাবে ব্যাহত হল ট্রেন চলাচল ৷ বৃহস্পতিবার সকালে কোপাই প্রান্তিক স্টেশনের মাঝে রেল অবরোধ করেন স্থানীয়রা ৷ এর জেরেই থমকে যায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন ৷এই এলাকায় স্থানীয় রেলগেটের দাবি বহুদিনের ৷ কিন্তু রেলকর্তাদের আশ্বাস সত্ত্বেও সেই রেলগেট আজও হয়নি ৷ শেষ পর্যন্ত রেলগেটের দাবিতে অবরোধ করেন বাসিন্দারা ৷ আধ ঘণ্টা ধরে চলে অবরোধ ৷ অবরোধে আটকে পড়ে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ৷ আটকে পড়ে রামপুরহাট-হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জারও ৷ অবশেষে রেল আধিকারিকদের আশ্বাসে উঠে যায় অবরোধ ৷

    First published:

    Tags: Birbhum, Kopai station, Prantik, Rail Blocked