Rahul Sinha: 'সিবিআই এবার নাটক বন্ধ করুন, আসল অপরাধী ধরুন...', সুকান্তকে পাশে বসিয়ে প্রশ্ন রাহুলের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Rahul Sinha: 'অনেক নাটক হয়েছে এবার সিবিআই নাটক বন্ধ করুন। যারা আসল অপরাধী তাদের ধরুন'। আরজি কর ধরনা মঞ্চে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল সিনহা।
কলকাতা: ‘অনেক নাটক হয়েছে এবার সিবিআই নাটক বন্ধ করুন। যারা আসল অপরাধী তাদের ধরুন’। আরজি কর ধরনা মঞ্চে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল সিনহা।
তৃণমূল থেকে মুখ্যমন্ত্রীর গলাতেও কার্যত একই সুর শোনা যাচ্ছে। এবার এক সুর বিজেপি নেতা রাহুল সিনহার। নানা মহলে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন যে, সিবিআই আরজি কর ঘটনার তদন্তভার নেওয়া ১৬ দিন পর ও কিছুই করতে পারেনি, কোনও নতুন করে গ্রেফতারও কাউকে করতে পারেনি। এই নিয়ে সিবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে নানা মহলে। এবার রাহুল সিনহার সিবিআইকে তোপ নিয়ে নতুন করে শোরগোল পরে গিয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসককের ধর্ষণ-খুন নিয়ে তোলপাড় গোটা দেশ। রাজ্যর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে। শাসক তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এহেন পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূলও। ঘাস ফুল শিবিরের অভিযোগ, আরজি করের ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা জনসাধারণকে ভুল বোঝাচ্ছে। এবার বাড়ি বাড়ি গিয়ে এই বার্তা তুলে ধরবেন তৃণমূলের নেতাকর্মীরা। গ্রামের দিকে এই দায়িত্ব সামলাবে তৃণমূলের মহিলা সংগঠন।
advertisement
আবার এই ইস্যুতে তদন্তের ঢিলেমি নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফাঁসির দাবি তুলে সময়সীমা বেঁধে দিয়েছেন সিবিআই-এর জন্য। এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের কাজ নিয়ে সমালোচনার সেই একই সুর শোনা গেল বিজেপির নেতার মুখেও। আর তাতেই বাড়ছে জল্পনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 11:07 AM IST