কাজে ফিরছেন রবীন্দ্রভারতীর উপাচার্য, পড়ুয়া ও শিক্ষামন্ত্রীর অনুরোধে বদলালেন সিদ্ধান্ত

Last Updated:

আপাতত বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন

#কলকাতা: সিদ্ধান্ত বদলালেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ শুক্রবার রাতে বসন্তোৎসবের ঘটনার নৈতিক দায় নিয়ে উপাচার্য পদ থেকে সরে যেতে চেয়ে শিক্ষামন্ত্রী ও উচ্চশিক্ষা সচিবকে ই-মেল করেছিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী৷ আর শনিবার দুপুরের পর তিনি জানালেন, মাননীয় শিক্ষামন্ত্রী ও পড়ুয়াদের অনুরোধে কাজে ফিরবেন তিনি৷ আপাতত বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন৷ যার ফলে রবীন্দ্রভারতী কাণ্ডের বিতর্ক অনেকটাই ঠাণ্ডা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
শনিবার সকাল থেকে রবীন্দ্রভারতী ক্যাম্পাসের পড়ুয়াদের এক মর্মস্পর্শী ছবি তুলে ধরে৷ উপাচার্যের পদত্যাগপত্র পাঠানোর পরে ২৪ ঘন্টাও পার হয়নি তখন। শনিবার ক্যাম্পাসে যাওয়া মাত্রই পড়ুয়ারা ব্যানার-ফেস্টুন নিয়ে উপাচার্যের সামনে হঠাৎ হাজির হয়ে গেলেন। হাজির হয়েই উপাচার্যের কাছে পড়ুয়াদের কাতর আবেদন, তিনি যেন রবীন্দ্রভারতী ছেড়ে না যান।
শনিবার উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে হঠাৎ হাজির হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা চলে আসেন ক্যাম্পাসে। উপাচার্য সব দেখে উত্তর দেন, সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন৷ এত ছাত্রের এমন আবেগ দেখে তিনি অভিভূত বলেও জানান। পরে শিক্ষামন্ত্রীও জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি৷ সব মিলিয়ের দুপুরের পর সিদ্ধান্ত বদল করলেন উপাচার্য৷
advertisement
advertisement
সোমরাজ বন্দোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কাজে ফিরছেন রবীন্দ্রভারতীর উপাচার্য, পড়ুয়া ও শিক্ষামন্ত্রীর অনুরোধে বদলালেন সিদ্ধান্ত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement