R G Kar Case: পুলিশ কমিশনারকে করা হোক ‘জিজ্ঞাসাবাদ’! এবার সুখেন্দু শেখরের মন্তব্যে সায় বিজেপির দিলীপ-শমীকের

Last Updated:

অন্যদিকে, সুখেন্দু শেখর রায়ের পুলিশ কমিশনার নিয়ে এই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, পুলিশ যথাযথ তদন্ত করেছে। দক্ষতার সাথে কাজ করেছেন পুলিশ কমিশনার। তাই সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র নেতার থেকে এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে কাম্য নয়।

কলকাতা: ‘প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অবশ্য প্রয়োজনীয়’। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের এ হেন পোস্ট ঘিরে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি৷ দলের সাংসদের এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ অন্যদিকে, সাংসদের এই মন্তব্যকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ এবার তৃণমূল সাংসদের মন্তব্যের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যও।
দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রথম থেকেই আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে চাইছিল পুলিশ। আগে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে তাঁর ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত। তারপর সিবিআই যা করবে করবে।’’
advertisement
আরও পড়ুন: এবার সুখেন্দু শেখরকেই তলব লালবাজারে! তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তুমুল শোরগোল
অন্যদিকে, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের যোগসাজসেই আরজি কর কাণ্ডের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে তদন্ত করা হোক। সুখেন্দু শেখর রায় আমাদের ভিন্ন রাজনৈতিক অবস্থানের একজন মানুষ। তৃণমূল কংগ্রেসের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন নেতা। তাঁর দাবিকে স্বাগত জানাচ্ছি। এটাই হচ্ছে এখন একমাত্র পথ। কারণ, প্রয়োজনীয় তথ্য লোপাট করে দিয়েছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে। তাই সন্দীপ ঘোষের পাশাপাশি পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়েও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া চালানো এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন।’’
advertisement
আরও পড়ুন: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের
এদিনের পোস্টে সুখেন্দু শেখর লিখেছিলেন, ‘সিবিআইয়ের উচিত স্বচ্ছ ভাবে কাজ করা৷ প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে নিজেদের হেফাজতে নিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত৷ জানতে হবে কে আত্মহত্যার কাহিনিটা হাওয়ায় ভাসিয়েছিল৷ কেন দেওয়াল ভাঙা হয়েছিল, কোন প্রভাবশালীর প্রভাবে রাইয়ের এত দৌরাত্ম্য ছিল৷ কেন ঘটনার ৩ দিন পরে স্নিফার ডগ ব্যবহার করা হয়৷ এরকম আরও ১০০টা প্রশ্ন আছে৷ ওদের কথা বলাতেই হবে’৷
advertisement
অন্যদিকে, সুখেন্দু শেখর রায়ের পুলিশ কমিশনার নিয়ে এই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, পুলিশ যথাযথ তদন্ত করেছে। দক্ষতার সাথে কাজ করেছেন পুলিশ কমিশনার। তাই সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র নেতার থেকে এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে কাম্য নয়।
সূত্রের খবর, সুখেন্দু শেখর রায়ের স্নিফার ডগ সংক্রান্ত তথ্য নিয়েই লালবাজারে তলব করা হয়েছে তাঁকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নিফার ডগ ঘটনাস্থলে যাওয়া নিয়ে ‘ভুল তথ্য’ দিয়ে পোস্ট করেছিলেন উনি। স্নিফার ডগ ৯ অগাস্ট অর্থাৎ, ঘটনার পরের দিনই ও ১২ অগাস্ট পাঠানো হয়েছিল তদন্তের জন্য। সেই কারণে, সাংসদকে u/s 35(1) BNS নোটিস পাঠানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
R G Kar Case: পুলিশ কমিশনারকে করা হোক ‘জিজ্ঞাসাবাদ’! এবার সুখেন্দু শেখরের মন্তব্যে সায় বিজেপির দিলীপ-শমীকের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement