CBI on R G Kar Case: নিগৃহীতার বাড়ির উদ্দেশে রওনা দিল সিবিআইয়ের বিশাল টিম! বিশেষ নজর ভাঙচুর কাণ্ডের দিকেও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
ইতিমধ্যেই টালা থানার কাছে সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট তলব করেছে সিবিআউ৷ বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ও ডিআইজি সহ বিশেষ টিম৷
কলকাতা: সকালেই মিলেছিল সিবিআই তৎপরতার ইঙ্গিত৷ বেলা গড়াতে না গড়াতেই বিশাল দল নিয়ে উত্তর ২৪ পরগনায় নিগৃহীতার বাড়ির উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা৷ গোটা ঘটনাক প্রেক্ষিতে নির্যাতিতার পরিবারের সদস্যদের কী বক্তব্য? কী বয়ান তাঁর মা-বাবার, সূত্রের খবর, সেটাই জানতে চায় সিবিআই৷ এ বিষয়ে নির্যাতিতার মা-বাবার পূর্ণাঙ্গ বয়ানও রেকর্ড করা হয়ে পারে বলে জানা গিয়েছে৷
গত বুধবার রাতে ‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচির মাঝেই তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনার অকুস্থল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ পুলিশের ব্যারিকেড ভেঙে লাঠি-রড হাতে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বহিরাগতরা৷ তুমুল তাণ্ডব, ভাঙচুর চলে জরুরি বিভাগের একাংশ৷ প্রসঙ্গত, এই জরুরি বিভাগের চার তলার সেমিনার হ’লেই উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার দেহ৷ যদিও পরে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ক্রাইম সিন অর্থাৎ, সেমিনার হ’লে গত বুধবার রাতে কোনও ভাঙচুর চালানো হয়নি৷
advertisement
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও মোদির মুখে নারী সুরক্ষা প্রসঙ্গ! লাল কেল্লা থেকে বার্তা রাজ্য সরকারদের
ইতিমধ্যেই টালা থানার কাছে সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট তলব করেছে সিবিআউ৷ বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ও ডিআইজি সহ বিশেষ টিম৷
advertisement
নিগৃহীতার বাড়িতে সিবিআইয়ের যে দল যাচ্ছে, সূত্রের খবর, সেই দলে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর৷
advertisement
আরও পড়ুন: দল না দেখে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করার আর্জি! আর জি কর ভাঙচুরে সিপি-র সঙ্গে কথা অভিষেকের
বৃহস্পতিবার মূলত কয়েকটা দলে ভাগ হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সিবিআই আধিকারিকদের। সিবিআই সূত্রে খবর, আর জি কর হাসপাতালে যেভাবে গত বুধবার রাতে সিবিআই বেরনোর পরে ভাঙচুর হয়েছে, তাতে প্রমাণ লোপাটের জন্যই এই ভাঙচুর কি না তা নিয়ে প্রশ্ন উঠছে? এছাড়া, এই ভাঙচুরের পিছনে মোটিভ কী? পুলিসের বদলে সিবিআই দিয়ে তদন্ত তা-ও কেন এমন অপ্রীতিকর পরিস্থিতি হল? সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই কর্তারা৷ এবার তাঁরা তদন্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে নির্দেশ দেবেন বলেও জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 15, 2024 1:23 PM IST