R G Kar Hospital: ৩ ঘণ্টা ধরে...! যা অবস্থা হল রোগীর, ফের কাঠগড়ায় আর জি করের জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য, কী করল? জানলে শিউরে উঠবেন
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
R G Kar Hospital: টানা তিন ঘণ্টা চিকিৎসা না পেয়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে থাকল রোগী। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে যাদের দিকে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য।
কলকাতা: টানা তিন ঘণ্টা চিকিৎসা না পেয়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে থাকল রোগী। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে যাদের দিকে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য। শুধু তাই নয়, এই রোগীর পরিবারকে দিয়ে জোর করে সাদা কাগজে মুচলেকা লেখানোর অভিযোগও উঠেছে৷
মূল অভিযোগের উঠেছে ডক্টর রুবেল মাঝি এবং ডা. শ্রীতিশ-সহ এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে৷ এছাড়াও অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধেও৷ অভিযোগে জানা গেছে, এই ঘটনা ধামাচাপা দিতে অন ডিউটি মেডিক্যাল অফিসার তাপস প্রামাণিকের ঘরে হুমকি দেন জেডিএফ সদস্য ডা. সীতিশ, ডা. রুবেল৷
advertisement
advertisement
এই ঘটনায় আতঙ্কিত হয়ে, তাপস প্রামানিক,তিন জায়গাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আউট পোস্ট, হাসপাতালের উপাধ্যক্ষের কাছে, এবং হাসপাতালে মোতায়েন সিআইএসএফের কাছে৷ বুধবার বিকেল চারটে নাগাদ আরজি কর মেডিক্যাল কলেজে হাড়োয়া থানা থেকে ভাই সুজিত ঘোষকে নিয়ে আসেন দিদি গীতা ঘোষ৷
advertisement
সূত্রের খবর, বাড়িতে অশান্তির জেরে বছর চল্লিশের সুজিত ঘোষ বিষ খেয়েছিলেন৷ বিকেল চারটে নাগাদ তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আনেন গীতাদেবী৷ বিকেল চারটেয় আসলেও সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত পড়ে ছিল রোগী, তেমনটাই অভিযোগ৷ যন্ত্রণায় ছটফট করছিল রোগী, তার পরেও দেখা পাওয়া যায়নি কোনও ডাক্তারের৷ অভিযোগ উঠেছে ডিউটি থাকাকালীন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন ফার্স্ট ইয়ার পিজিটি ডা. সীতিশ৷
advertisement
অভিযোগকারী ডক্টর তাপস প্রামাণিক বলেছেন, যে ঘটনা ঘটেছে তাতে আমি আতঙ্কিত৷ যে জুনিয়ার ডাক্তাররা এই ঘটনা ঘটিয়েছে,তাদের একজনকে কোনওদিন দেখিনি। এরা প্রত্যেকে জেনারেল মেডিসিন বিভাগের জুনিয়র ডাক্তার। পুলিশ রিপোর্ট অর্থাৎ মেডিকো লিগ্যাল সার্টিফিকেট তৈরি না হওয়ায় রোগীকে এমার্জেন্সি থেকে জেনারেল মেডিসিন বিভাগে স্থানান্তরিত করা হয়। সেখানকার নার্স পুলিশ রিপোর্ট না থাকায় রোগীকে ভর্তি নিতে অস্বীকার করে। আমি সুপ্রিম কোর্টের আইন দেখিয়ে বলি আগে রোগীকে ভর্তি নিতে হবে চিকিৎসা শুরু করতে হবে তারপরে পুলিশ সার্টিফিকেট করা যাবে৷ এরপরেই এই জুনিয়র ডাক্তাররা আমার রুমে এসে অকথ্য ভাষায় আমাকে আক্রমণ করে৷ সিআইএসএফ না থাকলে আমাকে তারা মারতেও পারতো৷ গোটা ঘটনাটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2025 12:44 PM IST









