R G Kar Hospital Doctor Death: স্ত্রী সন্তানসম্ভবা, খাচ্ছিলেন অবসাদ কমানোর ওষুধ! আর জি কর হাসপাতালের নামী চিকিৎসকের রহস্যমৃত্যু

Last Updated:

গত বেশ কয়েক মাস ধরে ওই চিকিৎসক অ্যান্টি ডিপ্রেশন বা অবসাদ কমানোর ওষুধ খাচ্ছিলেন৷

মৃত চিকিৎসক শুভজিৎ আচার্য৷
মৃত চিকিৎসক শুভজিৎ আচার্য৷
আর জি কর হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু৷ মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য (৩৮)৷ তিনি আর জি কর হাসপাতালের এসএনসিইউ বা স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিট-এর মেডিক্যাল অফিসার ছিলেন৷
হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই চিকিৎসক বসিরহাটের বাসিন্দা ছিলেন৷ কিন্তু বর্তমানে স্ত্রীকে নিয়ে মধ্যমগ্রামে থাকতেন তিনি৷ গতকাল মধ্যমগ্রামের বাড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর৷ এর পর মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷
মৃত্যুর প্রকৃত কারণ জানতে চিকিৎসকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ আজ বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে৷
advertisement
advertisement
সূত্রের খবর, গত বেশ কয়েক মাস ধরে ওই চিকিৎসক অ্যান্টি ডিপ্রেশন বা অবসাদ কমানোর ওষুধ খাচ্ছিলেন৷ গতকাল ওই চিকিৎসক চল্লিশ থেকে পঞ্চাশটি অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ বা হৃদরোগ ঠেকানোর ওষুধ খান বলেও খবর৷ এর পরেই তাঁর অবস্থার অবনতি হয়৷
জানা গিয়েছে, শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে ওই চিকিৎসকের যথেষ্ট সুনাম এবং পসার ছিল৷ আর জি কর হাসপাতাল ছাড়াও বেশ কিছু বেসরকারি ক্লিনিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ তার পরেও কেন তিনি অবসাদ কমানোর ওষুধ খাচ্ছিলেন, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে তাঁর সতীর্থ চিকিৎসকদের মধ্যে৷ পেশাদারি অথবা পারিবারিক কোনও সমস্যায় তিনি জড়িয়ে ছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি৷
advertisement
মৃত চিকিৎসকের স্ত্রীও একজন দন্ত চিকিৎসক৷ বর্তমানে তিনি সন্তানসম্ভবা৷ ফলে চিকিৎসকের এই পরিণতিতে তাঁর পরিচিত মহলও স্তম্ভিত৷ শুভজিৎ আচার্য আরজি কর হাসপাতাল থেকেই এমবিবিএস পাস করেন৷ এর পর পেডিয়াট্রিক্সে এমডি-ও সম্পূর্ণ করেন তিনি৷ অত্যন্ত মেধাবী হিসেবেই চিকিৎসক মহলে পরিচিত ছিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
R G Kar Hospital Doctor Death: স্ত্রী সন্তানসম্ভবা, খাচ্ছিলেন অবসাদ কমানোর ওষুধ! আর জি কর হাসপাতালের নামী চিকিৎসকের রহস্যমৃত্যু
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement