জামিন অযোগ্য ধারাতেও জামিন আইনজীবীর, ভবানীপুরে বৃদ্ধ খুনে উঠছে প্রশ্ন
Last Updated:
#কলকাতা: আজই হর্ন-প্রতিবাদী খুনে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ৷ ভবানীপুরে বৃদ্ধ খুনের ঘটনায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত আইনজীবী। হর্ন বাজানোর প্রতিবাদ করায় আইনজীবী তড়িৎ সিকদারের চড়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল রমেশ বহেলের। অবশেষে চার দিন গা ঢাকা দিয়ে থাকার পর ভবানীপুর থানায় আত্মসমর্পণ করে তড়িৎ সিকদার। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তড়িৎ বাবুর জামিন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ৷
আজ আলিপুর আদালতে তড়িৎ শিকদারকে তোলা হলে তার হয়ে আলিপুর বার অ্যাসোসিয়েশনের সব উকিল দাঁড়ান। তাঁদের বক্তব্য, গাড়িতে ঠোকাঠুকি লাগার ফলে তড়িৎ বাবু যদি চড় মেরে থাকেন তাহলেও তড়িৎ বাবুর কোনও খুন করার উদ্দেশ্য ছিল না। ৩০৪ পার্ট ২ সেকশন, যা দেওয়া হয়েছে সেটা কোনও ভাবেই তড়িৎ বাবুর বিরুদ্ধে অভিযোগের বরাদ্দ হতে পারেনা। পিপি সমস্ত কিছু শোনার পর বেলে অবজেকশন করেন ৷ এরপর ম্যাজিস্ট্রেট সমস্ত কিছু শুনে তিন ঘন্টা পর অন্তর্বর্তীকালীন জামিন এর আদেশ দেন। প্রশ্ন উঠছে এখানেই ৷
advertisement
কী করে জামিন অযোগ্য ধারা হওয়া সত্ত্বেও জামিন পেল তড়িৎ শিকদার? এই একই ধারায় জেল হয়েছিল আরসালান পারভেজের ৷ জেল হয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়েরও ৷ কিন্তু জামিন পেল তড়িৎ ৷ তাহলে কী নিজে আইনজীবী হওয়ার কারণেই এই বৈষম্যমূলক আচরণ আদালতের ?
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2019 10:53 PM IST