জামিন অযোগ্য ধারাতেও জামিন আইনজীবীর, ভবানীপুরে বৃদ্ধ খুনে উঠছে প্রশ্ন

Last Updated:
#কলকাতা: আজই হর্ন-প্রতিবাদী খুনে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ৷ ভবানীপুরে বৃদ্ধ খুনের ঘটনায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত আইনজীবী। হর্ন বাজানোর প্রতিবাদ করায় আইনজীবী তড়িৎ সিকদারের চড়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল রমেশ বহেলের। অবশেষে চার দিন গা ঢাকা দিয়ে থাকার পর ভবানীপুর থানায় আত্মসমর্পণ করে তড়িৎ সিকদার। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তড়িৎ বাবুর জামিন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ৷
আজ আলিপুর আদালতে তড়িৎ শিকদারকে তোলা হলে তার হয়ে আলিপুর বার অ্যাসোসিয়েশনের সব উকিল দাঁড়ান। তাঁদের বক্তব্য, গাড়িতে ঠোকাঠুকি লাগার ফলে তড়িৎ বাবু যদি চড় মেরে থাকেন তাহলেও তড়িৎ বাবুর কোনও খুন করার উদ্দেশ্য ছিল না। ৩০৪ পার্ট ২ সেকশন, যা দেওয়া হয়েছে সেটা কোনও ভাবেই তড়িৎ বাবুর বিরুদ্ধে অভিযোগের বরাদ্দ হতে পারেনা। পিপি সমস্ত কিছু শোনার পর বেলে অবজেকশন করেন ৷ এরপর ম্যাজিস্ট্রেট সমস্ত কিছু শুনে তিন ঘন্টা পর অন্তর্বর্তীকালীন জামিন এর আদেশ দেন। প্রশ্ন উঠছে এখানেই ৷
advertisement
কী করে জামিন অযোগ্য ধারা হওয়া সত্ত্বেও জামিন পেল তড়িৎ শিকদার? এই একই ধারায় জেল হয়েছিল আরসালান পারভেজের ৷ জেল হয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়েরও ৷ কিন্তু জামিন পেল তড়িৎ ৷ তাহলে কী নিজে আইনজীবী হওয়ার কারণেই এই বৈষম্যমূলক আচরণ আদালতের ?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামিন অযোগ্য ধারাতেও জামিন আইনজীবীর, ভবানীপুরে বৃদ্ধ খুনে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement