দলের খারাপ সময় ছুটি কাটাতে মর্গ্যানের দেশে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন
Last Updated:
দলের হারের সময়ে ছুটি কাটাতে সোমবারই শহর ছাড়লেন মর্গ্যান।
#কলকাতা: রোম পোড়ার সময়ে সম্রাট নিরো যেন কি করছিলেন। ইস্টবেঙ্গলের হাফপ্যান্ট কোচ রোমের বাসিন্দা নন। কিন্তু নিরোর সঙ্গে ফারাকও নেই। দলের হারের সময়ে ছুটি কাটাতে সোমবারই শহর ছাড়লেন মর্গ্যান।
সহজ অঙ্ক জটিল পাকে। দশকের খরা মিটবে কি না, সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন লাল-হলুদে। হাফপ্যান্ট কোচের অবশ্য সেসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। চেন্নাই থেকে পয়েন্ট বিসর্জন দিয়ে ফিরেই লাগেজ গোছানোর তাড়া সাহেবের। দল অথৈ জলে। ভ্রুক্ষেপ নেই সাহেবের। ছুটি কাটাতে সোমবারই মেলবোর্নের পথে মর্গ্যান।
ময়দানের মর্গ্যান মিথ আগেই ফিঁকে। পয়েন্ট জলাঞ্জলি দেওয়াটা সেলিব্রেট করতেই হোলির দিনেও বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের ভিড়। গলায় আক্ষেপ। চোখে গনগনে আঁচ।
advertisement
advertisement
সমর্থকদের এড়াতে সাহেবের পেশাদারি লুকোচুরি। ভাড়াটে কোচ। সমর্থকদের আবেগ বুঝবেনটা কি করে। কিন্তু এবারের দল গঠনের নেপথ্যের মামা-ভাগ্নে জুটি কোথায়। মামার শ্যালক অধুনা টিম ম্যানেজার বাবলা বন্দ্যোপাধ্যায় না কি রিপোর্ট দেবেন ক্লাবে। তাতে কি আর হারানো পয়েন্ট ফিরবে। হাতছাড়া হতে বসা আই লিগ কি ফিরবে লাল-হলুদ তাঁবুতে ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2017 3:15 PM IST