#Breaking: পুজোর মুখে যন্ত্রণা-মুক্তি বেহালাবাসীর! কাল থেকেই মাঝেরহাট ব্রিজের বিকল্প রাস্তা

Last Updated:

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই বেহালাগামী রাস্তায় তীব্র যানজটের স্বীকার হচ্ছেন মানুষ৷ তাই পূর্ত দফতরের ঘোষণায় সেই যানযন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী শহরবাসী৷

#কলকাতা: আগামিকাল অর্থাত্‍‌ শুক্রবার থেকেই নতুন করে খুলে যাচ্ছে মাঝেরহাট ব্রিজের বিকল্প রাস্তা৷ শুক্রবার সকাল ১১টায় মাঝেরহাট ব্রিজের সমান্তরাল বিকল্প রাস্তা খোলা হবে বলে জানিয়েছেন পূর্ত দফতরের সচিব অর্ণব রায়৷ একইসঙ্গে খোলা হবে লেভেল ক্রসিংও৷
মাঝেরহাট ব্রজি বিপর্যয়ের পর থেকেই বন্ধ ছিল ওই রাস্তা৷ রাজ্যের সব ব্রিজ ও কালভার্ট সেচ ও জলপথ দফতর থেকে বদল করে পূর্ত দফতরের অধীনে দেওয়া হচ্ছে৷ পূর্ত দফতর জানিয়েছে, মাঝেরহাটে সাময়িক রাস্তা তৈরির কাজ শেষ৷
গত ১৪ সেপ্টেম্বর ব্রিজ নিয়ে একটি বৈঠক হয় নবান্নে৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, সেচ ও জলপথ দফতরের হাত থেকে রাজ্যের সব ব্রিজ ও কালভার্টের দায়িত্ব তুলে দেওয়া হবে পূর্তদফতরের হাতে৷ এ ছাড়াও রাজ্যের সব ব্রিজ দেখভালের জন্য ব্রিজ কর্পোরেশন তৈরিরও কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই বেহালাগামী রাস্তায় তীব্র যানজটের স্বীকার হচ্ছেন মানুষ৷ তাই পূর্ত দফতরের ঘোষণায় সেই যানযন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী শহরবাসী৷
আরও ভিডিও: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার মুহূর্ত,  দেখুন আতঙ্কের সেই ছবি
বাংলা খবর/ খবর/কলকাতা/
#Breaking: পুজোর মুখে যন্ত্রণা-মুক্তি বেহালাবাসীর! কাল থেকেই মাঝেরহাট ব্রিজের বিকল্প রাস্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement