মুছে গেল জীবনের রং, লোকনাথ ধামে গিয়ে মেয়ে ফিরল মাকে হারিয়ে
Last Updated:
সিমেন্ট লেপা সদ্য পাকা বাড়িতে বসে ধরা গলায় শুধু এটুকুই বলতে পারলেন মেয়ে সম্প্রীতি৷
#কলকাতা: তিন বছর আগে হারিয়েছেন স্বামীকে৷ একা হাতেই ধরেছিলেন অভাবের সংসারের হাল৷ গৃহস্থের বাড়িতে রান্না করে সংসার টানতেন, চালাতেন মেয়ের পড়াশোনার খরচ৷ ঈশ্বরের প্রতি অটল ভক্তি রেখেই স্বপ্ন দেখতেন একদিন দিন বদলাবে৷ সেই ঈশ্বরের ধামে যাওয়ার পথেই প্রাণ হারাতে হল তাকে৷
রাজারহাটের পূর্ণিমা গড়াই৷ প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমীর দিন লোকনাথ ধামের পথে রওনা দিয়েছিলেন পূর্ণিমা৷ ভোর রাতে মেয়ে ও মেয়ের বন্ধুর সঙ্গে বাইকে চেপে কচুয়াধাম যাত্রা শুরু করেন৷ কিন্তু এবার আর যাওয়া হল না বাবার ধামে৷
পথেই ভয়াবহ দুর্ঘটনা৷ পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন পূর্ণিমা৷ কাতরাতে থাকা মায়ের জন্য পুলিশের কাছে সাহায্য চেয়ে লাঠিচার্জ জোটে মেয়ের৷ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি অ্যাম্বুলেন্সও৷
advertisement
advertisement
দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভাবের সংসারে আর্থিক সাহায্য কিছুটা হাল ফেরালেও মা তো আর ফিরে আসবে না, সিমেন্ট লেপা সদ্য পাকা বাড়িতে বসে ধরা গলায় শুধু এটুকুই বলতে পারলেন মেয়ে সম্প্রীতি৷
কষ্টের টাকায় পাকা বাড়ি করেছিলেন মা, রং করা আর হল না৷ তার আগে জীবনটাই হয়ে গেল সাদাকালো৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2019 4:04 PM IST