Puja Special Train: ষষ্ঠী থেকে নবমী পুজো স্পেশাল ট্রেন চালু করছে রেল, জেনে নিন রুট, টাইম টেবল
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এই বিশেষ ট্রেন চলবে সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি রুটে। অক্টোবর মাসের ২০ তারিখ অর্থাৎ ষষ্ঠী থেকে এই ট্রেন চালু হবে। চলবে ২৩ অক্টোবর নবমী পর্যন্ত।
কলকাতা: পুজোয় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালু করছে দক্ষিণ পূর্ব রেল। এই বিশেষ ট্রেন চলবে সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি রুটে। অক্টোবর মাসের ২০ তারিখ অর্থাৎ ষষ্ঠী থেকে এই ট্রেন চালু হবে। চলবে ২৩ অক্টোবর নবমী পর্যন্ত।
০৮০২৭ সাঁতরাগাছি-পুরুলিয়া স্পেশাল ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছাড়বে বেলা ১টায়। পুরুলিয়া পৌঁছবে সন্ধে সাড়ে সাতটায়। অন্যদিকে, ০৮০২৮ পুরুলিয়া সাঁতরাগাছি স্পেশাল পুরুলিয়া স্টেশন ছাড়বে বেলা ১০.৪০ মিনিটে। সাঁতরাগাছি পোঁছবে বিকেল সাড়ে চারটেয়।
advertisement
এই বিশেষ ট্রেনটিতে থাকবে একটি এসি থ্রি টায়ার, দশটি স্লিপার ক্লাস, একটি এসি চেয়ার কার, দুটি জেনারেল চেয়ার কার ও দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ। স্টপেজ দেওয়া হবে খড়্গপুড়, মেদিনীপুর, বিষ্ণুপর, বাঁকুড়া, আঁদরা ও আনারা স্টেশনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 12, 2023 9:56 PM IST










