Recruitment case: কেন মামলা, হাইকোর্টে বিকাশের চেম্বার ঘেরাও শিক্ষকদের! ছোড়া হল বোতল, তুলকালাম

Last Updated:

Recruitment case: উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে (সুপার নিউমেরিক) নিয়োগ নিয়ে রাজ্যের লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাই কোর্ট। এর জেরে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জনের চেম্বার ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার কিছু শিক্ষক।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বিকাশ রঞ্জন ভট্টাচার্য
কলকাতা: উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে (সুপার নিউমেরিক) নিয়োগ নিয়ে রাজ্যের লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাই কোর্ট। এর জেরে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জনের চেম্বার ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার কিছু শিক্ষক।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বারের বাইরে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে বিক্ষোভ হয় আগে। পরে কিরণ শঙ্কর রায় রোডে ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দোপাধ্যায়দের চেম্বারের বাইরের রাস্তায় বিক্ষোভ হয়।
advertisement
বিচারপতি বিশ্বজিৎ বসু, বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দোপাধ্যায়, ফিরদৌস শামিম ছবি হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অতিরিক্ত শূন্যপদে নিয়োগ পাওয়া ওই শিক্ষকরা। এই বিক্ষোভের জেরে বিকেল থেকে হাই কোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারী শিক্ষকদের অভিযোগ, “বিকাশবাবুর মতো আইনজীবীদের একাংশ কথায় কথায় আদালতে মামলা করে শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন।” এরই প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচি।
advertisement
বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর জুনিয়র আইনজীবীদের চেম্বার থেকে নিয়ে যাবার সময় বোতল বৃষ্টি শুরু হয় তাঁদের উদ্দেশ্যে। আন্দোলনকারীরা বোতল বৃষ্টি করতে থাকেন, পুলিশরাও বোতলবৃষ্টির হাত থেকে রেহাই পাননি। এরপরই লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বোতল ছোড়া আন্দোলনকারীদের কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলেন আইনজীবীরা। স্ট্রান্ড রোডের উপর শুরু হয় মারামারি। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ এসেছে। একজনকে আটক করে নিয়ে গেল পুলিশ। দ্রুত এলাকা ফাঁকা করে দিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment case: কেন মামলা, হাইকোর্টে বিকাশের চেম্বার ঘেরাও শিক্ষকদের! ছোড়া হল বোতল, তুলকালাম
Next Article
advertisement
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! 'অন্ধকারে অনেক বদমাশ যেমন গাছতলায় বসে থাকে'... ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! অন্ধকারে বিপদের আশঙ্কা ঘুচবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন.

  • নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করলেন মমতা, বিনামূল্যে চিকিৎসা পাবেন মানুষ.

  • SSKM-এ অরগ্যান ব্যাঙ্ক স্থাপনের পরিকল্পনা, ভবিষ্যতে হার্ট ও কিডনির ব্যাঙ্কও হবে.

VIEW MORE
advertisement
advertisement