কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে না পার্থর, ভিডিও কনফারেন্স করতে উপাচার্যদের নিষেধ করলেন শিক্ষামন্ত্রী

Last Updated:

কেন্দ্রের আয়োজিত বৃত্তিয় স্বাক্ষরতা অভিযানে বিশ্ববিদ্যায়ের উপাচার্যদের যেতে নিষেধ করলেন শিক্ষামন্ত্রী।

#কলকাতা: কেন্দ্রের আয়োজিত বৃত্তিয় স্বাক্ষরতা অভিযানে বিশ্ববিদ্যায়ের উপাচার্যদের যেতে নিষেধ করলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর বক্তব্য, কোথাও ভোট হচ্ছে, কোথাও আবার পরীক্ষা হচ্ছে, এই অবস্থায় উপাচার্যদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই বলেই মত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আগামীকাল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ডিজিটাল ইকোনমি প্রতিষ্ঠা করার লক্ষ্যে বৃত্তীয় স্বাক্ষরতা অভিযান করার কথা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ে। সব উপাচার্যদের ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকার কথা বলা হয় মন্ত্রকের পক্ষ থেকে। রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রী কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন, সেই কারণেই এই ডিজিটান ইকোনমি কর্মসূচিতে উপাচার্যদের থাকতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।
মূলত উচ্চশিক্ষা প্রতিষ্টানগুলিতেই বৃত্তীয় স্বাক্ষরতা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে আগামী কাল ৷ ইউজিসি-র তরফে দেশব্যাপী সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ৷ অন্যান্য রাজ্যের ন্যায় এ রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকতে বলা হয় ৷ কিন্তু আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেন্দ্রের এই ধরণের কর্মসূচিতে কোনও অধ্যক্ষ যোগ দেবেন না।  ইউজিসি-র ওপরেই নির্ভর করে বিশ্ববিদ্যালয়গুলির অনুদান ও স্বীকৃতি ৷ সেক্ষেত্রে রাজ্যের তরফে এ হেন সিদ্ধান্ত আগামী দিনে বিশ্ববিদ্যালয়গুলিকে কোনও সমস্যায় ফেলবে কিনা এই আশঙ্কাই করছেন উপাচার্যদের একাংশ ৷
advertisement
অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটি গড়া হল ৷ সার্চ কমিটিতে ৩ সদস্য ৷ UGC-র চেয়ারম্যান বেদপ্রকাশের নেতৃত্বে কমিটি গড়া হয়েছে ৷ থাকছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ আছেন কাল্টিভেশন অফ সায়েন্সের অধ্যাপক, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ রাজ্যের আস্থা সুরঞ্জন দাসের উপর ৷ CU-র স্থায়ী উপাচার্য খোঁজার সার্চ কমিটিতে সরকারের প্রতিনিধি সুরঞ্জন দাস ৷ এখন JU-র উপাচার্য সুরঞ্জন ছিলেন CU-র উপাচার্য ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে না পার্থর, ভিডিও কনফারেন্স করতে উপাচার্যদের নিষেধ করলেন শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement