মহিলাদের সতীত্ব ‘সিলড প্যাক’ ! শিক্ষকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

৯ থেকে ১০ ঘণ্টার পর স্বাভাবিক হল Facebook, Instagram আর WhatsApp পরিষেবা। বুধবার সন্ধ্যা ৮টার পর থেকে সমস্যা শুরু হয়েছিল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির।

৯ থেকে ১০ ঘণ্টার পর স্বাভাবিক হল Facebook, Instagram আর WhatsApp পরিষেবা। বুধবার সন্ধ্যা ৮টার পর থেকে সমস্যা শুরু হয়েছিল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মহিলাদের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ৷ সম্প্রতি ফেসবুকে মহিলাদের সতীত্ব নিয়ে বলতে গিয়ে, বিস্কুটের প্যাকেট ও কোল্ড ড্রিঙ্কের সঙ্গে তুলনা করে বসেন অভিযুক্ত শিক্ষক ৷ সেই ফেসবুকে পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড় ৷ তুমুল বিতর্কের ঝড়ে প্রথমে নানা অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করলেও, পরে অবশ্য সেই পোস্ট ফেসবুক থেকে ডিলিট করতে বাধ্য হন অভিযুক্ত শিক্ষক ৷

    তা ঠিক কী ঘটেছিল ?

    বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের নানা ফেসবুক গ্রুপে মেয়েদের ‘সতীত্ব’ নিয়ে নানারকম মন্তব্য করতে থাকেন ৷ যেখানে এক পোস্টে মেয়েদের সতীত্বকে ‘সিলড প্যাক’ হিসেবে বর্ণনাও করেন ৷ শুধু তাই নয়, কোল্ড ড্রিঙ্কের বোতলের মতো ‘সিল’ ভাঙা হয়ে ওঠেন মহিলাদের সতীত্ব গেলে ! মহিলাদের সতীত্ব নিয়ে অনেকদিন ধরেই নানারকম মন্তব্য করে আসছেন এই অভিযুক্ত শিক্ষক ৷

    শিক্ষক জানিয়েছেন, সামাজিক মূল্যবোধ বোঝাতেই এই ধরণের পোস্ট ৷ এমনকী, শুধু নারীদের নিয়ে নয়, পুরুষদের নিয়েও নানা পোস্ট করেছেন শিক্ষক ৷

    তবে এতেও বিতর্ক কমেনি ৷ বিতর্ক উঠেছে শুধুমাত্র ‘ভার্জিন’ মেয়েদের ‘পবিত্র’ বলে ব্যাখা করাতেও ৷ তবে বিতর্কের চাপে পড়ে আপাতত ডিলিট হয়েছে শিক্ষকের পোস্ট ৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷

    fb

    First published:

    Tags: Controversial Comment, Facebook, Virginity