হোটেলে টাকা নিয়ে যৌনকর্মীদের সঙ্গে ঝামেলা, ধৃত গুজরাতের ২ পুলিশকর্তা

Last Updated:

হোটেলকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে বেকবাগান থেকে গ্রেফতার এক ব্যক্তি।

#কলকাতা: হোটেলকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে বেকবাগান থেকে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত অলোক সুকুমার রয় নিজেকে গুজরাতের পুলিশকর্তা বলে পরিচয় দিয়েছেন। সেইসঙ্গে গুজরাতের ব্যবসায়ী দীপক দারওয়ানিকেও গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। গতকাল দুপুরে বেকবাগানে একটি হোটেলে ওঠেন ওই তিনজন। রাতে দুই তরুণীকে নিয়ে ঢুকতে গেলেই গন্ডগোল শুরু হয়। যৌনকর্মী সন্দেহে দুই তরুণীকে ঢুকতে বাধা দেন হোটেলকর্মীরা। এই নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে বচসা বেধে যায়। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ, থানায় গিয়েও প্রধানমন্ত্রীর দফতরের নাম করে হুমকি দেন পুলিশকর্তা রয় অলোক সুকুমার। এরপরই পুলিশ দুজনকে গ্রেফতার করে। আজ ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হবে। রয় অলোক সুকুমার সম্পর্কে জানতে গুজরাতে খোঁজখবর নিচ্ছে বেনিয়াপুকুর থানার পুলিশ।
বেকবাগান থেকে গ্রেফতার রয় আলোক সুকুমার ৷ গুজরাত পুলিশকর্তা পরিচয় দেন তিনি ৷ গ্রেফতার সঙ্গী দীপক দারওয়ানি ৷ দীপক নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন ৷ বেকবাগান থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার দুপুরে বেকবাগানে এক হোটেলে ওঠেন তাঁরা ৷ ২ তরুণীকে নিয়ে হোটেলে এলে গণ্ডগোলের সূত্রপাত ৷ যৌনকর্মী সন্দেহে ২ তরুণীকে ঢুকতে বাধা ৷ বাধা দেন হোটেলকর্মীরা ৷ হোটেলকর্মীদের সঙ্গে শুরু হয় বচসা ৷ বেনিয়াপুকুর থানার পুলিশ এলে হুমকি ৷ থানায় গিয়েও পিএমওর নাম করে হুমকি ৷ পরে গ্রেফতার করা হয় ২ জনকেই ৷ ধৃতদের পরিচয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ৷ আজ ২ জনকে তোলা হবে শিয়ালদহ আদালতে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হোটেলে টাকা নিয়ে যৌনকর্মীদের সঙ্গে ঝামেলা, ধৃত গুজরাতের ২ পুলিশকর্তা
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement