#কলকাতা: জারি রয়েছে ১৪৪ ধারা। তার পরেও কেন দোকান খোলা? দিনের শুরুতেই এই নিয়েই পুলিশের সঙ্গে বচসা জড়ালেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ পেয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনও। দিনের শুরুতেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন বেশ কিছু কেন্দ্রে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না (Priyanka Tibrewal accuses booth jam)। তৃণমূল অবশ্য সেই অভিযোগ মানতে চায়নি।
প্রিয়াঙ্কা সরাসরি ১২৬ নম্বর বুথ জামের অভিযোগ আনলে তৃণমূলের তরফে সেই অভিযোগ (Priyanka Tibrewal accuses booth jam) উড়িয়ে দেওয়া হয়। এই অভিযোগ শুনে ফিরহাদ হাকিম বলেন, "আসলে লড়তে পারছে না তাই প্রথম থেকেই মিথ্যে অভিযোগ করছে বিজেপি।" ফিরহাদ আরও বলছেন, "বুথ জ্যামের অভিযোগ বাহানা। সব জায়গায় ১৪৪ নেই।গুরুদ্বারা বা ধাবায় তো লোকে যাবেই। কমিশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।"
Madan Mitra (TMC MLA) has purposely shut the voting machine here as he wants to capture the booth: Priyanka Tibrewal, BJP candidate for Bhabanipur by-poll at polling booth of ward number 72 pic.twitter.com/lFB5hQytTY
— ANI (@ANI) September 30, 2021
প্রিয়াঙ্কার সমস্যা ছিল ৭২ নম্বর ওয়ার্ড নিয়েও। তিনি নাম করে অভিযোগ করেন তৃণমূলের ডাকসাইটে নেতা মদন মিত্রকে নিয়ে। প্রিয়াঙ্কার অভিযোগ ছিল মদন মিত্র ৭২ নম্বর ওয়ার্ডের বুথ ক্যাপচার করতে চান। সেই কারণেই তিনি প্রথম থেকেই ভোটিং মেশিন বন্ধ করে রেখেছেন।
অবশ্য সব বুথেই নির্বিঘ্নে ভোট শুরু করা গিয়েছে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনই।জাতীয় নির্বাচন কমিশন ভবানীপুরের ভোট নিয়ে ঘনঘন নজরদারি চালাচ্ছে। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে চলছে রুটমার্চ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Priyanka Tibrewal