Priyanka Tibrewal accuses booth jam| জারি ১৪৪ তবু কেন দোকান খোলা! প্রিয়াঙ্কা রুষ্ট মদনেও, রিপোর্ট তলব কমিশনের

Last Updated:

Priyanka Tibrewal to EC| দিনের শুরুতেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন বেশ কিছু কেন্দ্রে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তৃণমূল অবশ্য সেই অভিযোগ মানতে চায়নি।

বুথ জ্যামের অভিযোগে সরব প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
বুথ জ্যামের অভিযোগে সরব প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
#কলকাতা: জারি রয়েছে ১৪৪ ধারা। তার পরেও কেন দোকান খোলা? দিনের শুরুতেই  এই নিয়েই পুলিশের সঙ্গে বচসা জড়ালেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ পেয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনও। দিনের শুরুতেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন বেশ কিছু কেন্দ্রে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না (Priyanka Tibrewal accuses booth jam)। তৃণমূল অবশ্য সেই অভিযোগ মানতে চায়নি।
প্রিয়াঙ্কা সরাসরি ১২৬ নম্বর বুথ জামের অভিযোগ আনলে তৃণমূলের তরফে সেই অভিযোগ (Priyanka Tibrewal  accuses booth jam) উড়িয়ে দেওয়া হয়। এই অভিযোগ শুনে ফিরহাদ হাকিম বলেন, "আসলে লড়তে পারছে না তাই প্রথম থেকেই মিথ্যে অভিযোগ করছে বিজেপি।" ফিরহাদ আরও বলছেন, "বুথ জ্যামের অভিযোগ বাহানা। সব জায়গায় ১৪৪ নেই।গুরুদ্বারা বা ধাবায় তো লোকে যাবেই। কমিশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।"
advertisement
advertisement
প্রিয়াঙ্কার সমস্যা ছিল ৭২ নম্বর ওয়ার্ড নিয়েও। তিনি নাম করে অভিযোগ করেন তৃণমূলের ডাকসাইটে নেতা মদন মিত্রকে নিয়ে। প্রিয়াঙ্কার অভিযোগ ছিল মদন মিত্র ৭২ নম্বর ওয়ার্ডের বুথ ক্যাপচার করতে চান। সেই কারণেই তিনি প্রথম থেকেই ভোটিং মেশিন বন্ধ করে রেখেছেন।
advertisement
অবশ্য সব বুথেই নির্বিঘ্নে ভোট শুরু করা গিয়েছে  জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনই।জাতীয় নির্বাচন কমিশন ভবানীপুরের ভোট নিয়ে ঘনঘন নজরদারি চালাচ্ছে। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে চলছে রুটমার্চ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyanka Tibrewal accuses booth jam| জারি ১৪৪ তবু কেন দোকান খোলা! প্রিয়াঙ্কা রুষ্ট মদনেও, রিপোর্ট তলব কমিশনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement