Priyanka Gandhi on R G Kar murder: 'মনকে কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা', লিখলেন প্রিয়াঙ্কা৷ ন্যায়বিচার চাইলেন রাজ্য সরকারের কাছে

Last Updated:

ঘটনাচক্রে সোমবারই আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কলকাতা: আর জি কর কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ কলকাতার সরকারি হাসপাতালের এই ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছে বলে এক্স হ্যান্ডেলে করা পোস্টে দাবি করেছেন প্রিয়াঙ্কা৷ পাশাপশি রাজ্য সরকারের কাছেও নির্যাতিতার পরিবার এবং চিকিৎসকদের জন্য ন্যায়বিচার চেয়েছেন তিনি৷  যদিও প্রিয়াঙ্কা গান্ধির এই পোস্টের জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷
প্রিয়াঙ্কার উদ্বেগকে যথার্থ বলে স্বীকার করে নিয়ে কংগ্রেস নেত্রীর উদ্দেশ্যে কুণাল জানিয়েছেন, এই ঘটনায় দ্রুত তদন্ত এবং বিচারপ্রক্রিয়া শেষ করার জন্য তৎপর হয়েছে রাজ্যে সরকার৷
advertisement
advertisement
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ট্রেনি চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া দুষ্কর্ম এবং হত্যার ঘটনা মনকে কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট৷ কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা গোটা দেশেই একটি বড় ইস্যু এবং তা নিয়ে জোরাল উদ্যোগ প্রয়োজন৷’
কংগ্রেস নেত্রী আরও লেখেন, ‘আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ, এই ঘটনায় দ্রুত তদন্ত এবং কঠোর শাস্তি হোক যাতে নির্যাতিতার পরিবার এবং চিকিৎসকরা বিচার পান৷’
advertisement
এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধির এই পোস্টের জবাব দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, ‘আপনার উদ্বেগ যথার্থ ম্যাডাম৷ কিন্তু নিশ্চিন্ত থাকুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন৷ এই ঘটনায় তিনি কঠোর অবস্থান নিয়েছেন৷ পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, একজনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে৷ এমন কি মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তভার সিবিআই-কে দিতেও তৈরি৷ এই মামলার বিচার ফাস্ট ট্র্যাক আদালতে হবে, রাজ্য সরকার অপরাধীর ফাঁসি চাইবে৷’
advertisement
ঘটনাচক্রে সোমবারই আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা পুলিশকে সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সাত দিনের মধ্যে কিনারা না হলে আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআই-কে দেওয়া হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyanka Gandhi on R G Kar murder: 'মনকে কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা', লিখলেন প্রিয়াঙ্কা৷ ন্যায়বিচার চাইলেন রাজ্য সরকারের কাছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement