TET: টেটের ফল এখনই নয়, 'ধীরে চলো নীতি' পর্ষদের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
টেটের ফল প্রকাশের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, ২০২৩-এর টেটের ফল প্রকাশে আরও দেরি। ২০১৭ ও ২০২২ এ নেওয়া টেটের আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৩ এর টেট-এর ফল প্রকাশে রাজি নয় পর্ষদ।
কলকাতা: টেটের ফল প্রকাশের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, ২০২৩-এর টেটের ফল প্রকাশে আরও দেরি। ২০১৭ ও ২০২২ এ নেওয়া টেটের আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৩ এর টেট-এর ফল প্রকাশে রাজি নয় পর্ষদ।
টেটের ফল প্রকাশ নিয়ে আইনি পরামর্শ নিয়েছে পর্ষদ। তাই ই টেটের ফল প্রকাশ নিয়ে আপাতত ধীরে চলো নীতি প্রাথমিক শিক্ষা পর্ষদের।
advertisement
advertisement
“২৩-এর টেট এর প্রশ্ন নিয়েও অনেক মামলা রয়েছে। সেগুলি নিয়ে আমরা বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি।কিন্তু ২০১৭ ও ২০২২ এর টেটের প্রশ্ন নিয়েও কিছু মামলা চলছে। তাই সেই মামলাগুলোর আগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।”-বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
গত বছর ২৪ ডিসেম্বর রবিবার প্রাইমারির টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা ১২টা থেকে দুপুর ২:৩০ টে পর্যন্ত পরীক্ষা দেবেন চাকরিপ্রার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 8:18 PM IST