Primary TET: ২০১৭ ও ২০২২ সালের প্রাইমারি টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রিপোর্ট চাইল আদালত, এবার কী হবে?

Last Updated:

Primary TET: আগামী শুক্রবার অর্থাৎ ৩১ অক্টোবর এই রিপোর্ট জমা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই দিন এই মামলার পরবর্তী শুনানি হবে।

কী নির্দেশ আদালতের?
কী নির্দেশ আদালতের?
কলকাতা: প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২ প্রশ্ন ভুলে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করতে বলল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক টেট-এর ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।
আগামী সোমবার এই মামলা শুনানির জন্য উঠলে, আদালত গঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি কমিটির ভুল প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেওয়া রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ
advertisement
advertisement
আদালতের নির্দেশ, আগামী শুক্রবার অর্থাৎ ৩১ অক্টোবর এই রিপোর্ট জমা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই দিন এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, এর আগে কোর্টের নির্দেশেই একটি কমিটি গঠিত হয়েছিলসেই কমিটিতে বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এক জন করে বিশেষজ্ঞ ছিলেন। সূত্রের খবর, সেই কমিটি ভুল প্রশ্ন নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি। ৭টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয় কমিটির প্রতিনিধিদের মধ্যে
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET: ২০১৭ ও ২০২২ সালের প্রাইমারি টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রিপোর্ট চাইল আদালত, এবার কী হবে?
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement