Primary TET Examination: টেট পরীক্ষার্থীদের জন্য বাড়তি ট্রেন, চলবে অতিরিক্ত মেট্রো! বাস পরিষেবাতেও বিশেষ নজর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
প্রচুর পরিমাণে সরকারি বাস নামছে আজ রবিবার। চালু থাকবে ফেরিঘাট। একইসঙ্গে বেসরকারি বাসমালিকদেরও পরিবহণমন্ত্রী পর্যাপ্ত বাস নামানোর আবেদন জানান। বেসরকারি বাস মালিকরা জানাচ্ছেন সব বাস আজ তাদের রাস্তায় রয়েছে।
কলকাতা: আজ রাজ্যজুড়ে টেট৷ এবারের প্রাথমিক টেট দিচ্ছেন প্রায় তিন লক্ষ দশ হাজার পরীক্ষার্থী। গতবারের তুলনায় টেটের পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। কমেছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। রবিবার দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয়েছে পরীক্ষার্থীদের বাড়ির কাছাকাছি এলাকাতেই পরীক্ষাকেন্দ্র করা হয়েছে
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের মহকুমা ও জেলাস্তরে ৬৭টি কন্ট্রোল রুম খোলা থাকছে। ওই কন্ট্রোল রুমগুলি থেকে পরিস্থিতির উপর নজরদারি চলবে। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, শুধু পরীক্ষা দিতে যাওয়াই নয়, পরীক্ষা দিয়ে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা বাড়ি পৌঁছতে পারেন, সেদিকটাও যত্ন সহকারেই দেখা হচ্ছে।
আরও পড়ুন: কড়া নিরাপত্তায় টেট পরীক্ষা, উৎসাহী পরীক্ষার্থীরা কেন্দ্রে হাজির সময়ের আগে
প্রচুর পরিমাণে সরকারি বাস নামছে আজ রবিবার। চালু থাকবে ফেরিঘাট। একইসঙ্গে বেসরকারি বাসমালিকদেরও পরিবহণমন্ত্রী পর্যাপ্ত বাস নামানোর আবেদন জানান। বেসরকারি বাস মালিকরা জানাচ্ছেন সব বাস আজ তাদের রাস্তায় রয়েছে।
advertisement
advertisement
পরীক্ষার্থীদের সুবিধার্থে এই রবিবার সারাদিনে মোট ২৩৪টি ট্রেন চালানো হবে। যেখানে আপে চলবে ১১৭টি ট্রেন, ডাউনেও তাই ১১৭টি। রবিবার ব্লু-লাইনে আপ-ডাউন মিলিয়ে চলে মোট ১৩০টি ট্রেন। আজ চালানো হচ্ছে অতিরিক্ত মেট্রো।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে সকাল ৬টা বেজে ৫০ থেকে শুরু হয়েছে পরিষেবা। আর দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ৬টা বেজে ৫৫ মিনিটে। ওদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো সকাল ৭টায় শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: সকাল থেকেই জমাট কুয়াশা! হাওড়া-শিয়ালদহে দেরিতে চলছে লোকাল ট্রেন, বিমান উড়ানেও বিঘ্ন
আজ রাজ্যজুড়ে টেট পরীক্ষার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সকাল থেকেই অতিরিক্ত বাস পরিষেবা দিতে চলেছি। বাস সংক্রান্ত কোনও অসুবিধায় নিম্নলিখিত নম্বরগুলির সাথে এলাকাভিত্তিক যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
December 24, 2023 10:57 AM IST