আরও ৪ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত
Last Updated:
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে ২১ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের চুড়ান্ত পর্ব ৷
#কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে ২১ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের চুড়ান্ত পর্ব ৷ নয় জেলায় ইন্টারভিউ পর্ব শুরু পর এদিন আরও চার জেলায় ইন্টারভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ ৷
এদিন পর্ষদ সভাপতি জানান, দার্জিলিং জেলায় নিয়োগের ইন্টারভিউ হবে ২৫ অক্টোবর ৷ এরপর ২৬ ও ২৭ তারিখ আলিপুরদুয়ারের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে ৷ দক্ষিণ দিনাজপুরের জন্য সম্ভাব্য ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে ২৭ ও ২৮ অক্টোবর ৷ বীরভূমের চাকরি প্রার্থীদের ডাকা হতে পারে ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ৷
সংসদ সূত্রে খবর, টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে যাবে এসএমএস ৷ তাতে লেখা থাকবে কোথায়, কখন ফাইনাল রাউন্ডের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের জন্য আসতে হবে ৷ এসএমএস-এর পাশাপাশি প্রার্থীদেরকে ইমেল-ও ডাক পাঠাবে শিক্ষা দফতর ৷
advertisement
advertisement
নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে না আসলে বাতিল হয়ে যাবে আবেদনপত্র ৷ এদিকে সংসদ সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনলাইনের মাধ্যমে যেসব টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করেছেন তাঁরাই শুধু ডাক পাবেন ৷ এর ফলে অনেক পরীক্ষার্থী সফলভাবে টেট পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ডাক পাবেন না ৷
বিজ্ঞপ্তি ও ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে কলকাতা, দুই ২৪ পরগণা, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলছে ৷ এছাড়া উপনির্বাচনের জন্য তিন জেলায় স্থগিত রয়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷
advertisement
১৯ শে অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত মার্কশিট, সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল যাচাই, ইন্টারভিউ-ভাইভা এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কাজ চলবে বলে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল সংসদ ৷ প্রাথমিকে শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৪২,৯৪৯টি ৷ আইনি ফাঁস মুক্ত হওয়ার পর দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে পর্ষদ ৷
পর্ষদের ওয়েবসাইটে http://www.wbsed.gov.in/-এ নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷ বিজ্ঞপ্তি অনুসারে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে বর্ধমান রিজিয়নে ৷ সেখানে মোট ৩ হাজার ২১টি শিক্ষক পদ শূন্য ৷
advertisement
ফল প্রকাশের পরই বছর শেষ হওয়ার আগেই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2016 8:39 PM IST