প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শেষমেশ হাজিরা..., সাতসকালে ইডি দফতরে পৌঁছলেন এই মন্ত্রী!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Primary Recruitement Case: প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় পর পর হাজিরা এড়ান বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। অবশেষে আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ। সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
কলকাতা: প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় পর পর হাজিরা এড়ান বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। অবশেষে আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ। সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
তিনি তাঁর বোলপুরের বাড়িতেই রয়েছেন। অর্থাৎ, এই নিয়ে দ্বিতীয় বার ইডি-র হাজিরা এড়ালেন মন্ত্রী।৩১ জুলাই ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করা হয়েছিল । কিন্তু সেদিন তিনি গরহাজির ছিলেন। তবে পরপর দুবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আচমকা তিনি ইডি দফতরে আসেন।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহের শুক্রবার চন্দ্রনাথ সিনহাকে ডেকে পাঠিয়েছিল ইডি। তাতে সাড়া দেননি মন্ত্রী।
আরও পড়ুন: ১৪০০ গাছ লাগিয়ে ১২ লাখ আয় করলেন কৃষক…! কী এমন ‘জিনিস’ চাষ করলেন জমিতে? চমকে যাবেন শুনলেই!
advertisement
গত বৃহস্পতিবারও গরহাজির ছিলেন তিনি। ইতিমধ্যেই চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সেই সময় মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর গত ২৮ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে দ্বিতীয় বার নোটিস পাঠানো হয়। ৩১ জুলাই, বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু সেবারেও হাজিরা এড়ান মন্ত্রী। তবে অবশেষে তিনি আজ হাজিরা দেন, পর পর দু’বার হাজিরা এড়ানোর পর চন্দ্রনাথের বিরুদ্ধে কোন পথে হাঁটবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাই এখন দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 12:27 PM IST