Potato Price Hike: আলুর দাম নিয়ন্ত্রণে বিরাট পদক্ষেপ! দ্রব্যমূল্য বৃদ্ধির বৈঠকে সিদ্ধান্ত মুখ্যসচিবের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Potato Price Hike: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এবার কড়া হতে চলেছে রাজ্য। বিশেষ করে আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
কলকাতা: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এবার কড়া হতে চলেছে রাজ্য। বিশেষ করে আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলু হিমঘরে রাখার যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা পর্যন্তই আলু রাখা যাবে। আলুর দাম নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এদিন সন্ধ্যেবেলায় বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই এই নির্দেশ মুখ্যসচিব দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
কালীপুজো ও ভাই ফোটার সময় বাজারে নিয়ম মত টাস্ক ফোর্সের অভিযান চালাতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। দুর্গাপুজোর পরে দানার দরুন বাজারে কিছুটা শাক-সবজির দাম বেড়েছে। তা অবিলম্বে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করানোর জন্য বাজারে বাজারে অভিযান চালাতে হবে, মুখ্য সচিব এমনই নির্দেশ দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যদের। খুচরো বাজারের কালোবাজারি হলে পুলিশকে পদক্ষেপ করতে হবে, রাজ্য পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 29, 2024 10:29 PM IST







