President in Kolkata: শহরে আজ রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তা সর্বত্র! দেখে নিন কোন কোন রাস্তা খোলা বা বন্ধ থাকছে

Last Updated:

President in Kolkata: আজ, বৃহস্পতিবার শহরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গার্ডেনরিচ শিপিং ইয়ার্ডের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। বৃহস্পতিবার, সকালের বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি।

শহরে আজ রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তা সর্বত্র!
শহরে আজ রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তা সর্বত্র!
কলকাতাঃ আজ, বৃহস্পতিবার শহরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গার্ডেনরিচ শিপিং ইয়ার্ডের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। বৃহস্পতিবার, সকালের বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি। তারপর, ব্রহ্ম কুমারীদের আয়োজিত ‘নেশামুক্ত ভারত অভিযান’-এ যোগ দেবেন তিনি।  আবার বিকেলেই দিল্লির উড়ে যাবেন রাষ্ট্রপতি মুর্মু।
ভারতের তিন সেনাবাহিনীর সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি। তাই, গার্ডেনরিচ শিপিং ইয়ার্ডে ভারতীয় নৌসেনার ১৭তম প্রকল্পের ষষ্ঠ জাহাজ ‘বিন্ধ্যগিরি’-র সূচনা করবেন তিনি। রাষ্ট্রপতি আসার কারণে সারা শহর নিরাপত্তার ঘেরাটপে মুড়ে ফেলা হয়েছে। এই এক দিনের সফরের জন্য কলকাতায় সকাল থেকে বিকেল পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিশদে জানানো হয়েছে।
advertisement
advertisement
রাষ্ট্রপতির এই সফরসূচি অনুযায়ী কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হাডকো থেকে সায়েন্স সিটি পর্যন্ত ইএম বাইপাসের একাংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প রাস্তা হিসাবে সিআইটি রোড বা এপিসি রায় রোড থেকে এজেসি বোস রোডের দিকে রাস্তা খোলা থাকবে। ওই সময়ে মা ফ্লাইওভার এবং এজেসি বোস ফ্লাইওভারেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বিকল্প হবে পার্ক সার্কাস কানেক্টর এবং এজেসি বোস রোড-পার্কস্ট্রিট কিংবা শেক্সপিয়ার সরণি। পরে রাষ্ট্রপতি ফেরার সময়ে দুপুর ২টো ৫০ থেকে সাড়ে ৩টে পর্যন্তও এই রাস্তা বন্ধ থাকবে।
advertisement
সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১৫ পর্যন্ত এবং বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত হসপিটাল রোড/ লাভার্স লেন, খিদিরপুর রোড, রেড রোড (দক্ষিণ এবং উত্তর) এবং আর আর অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। ওই সময়ে হসপিটাল রোডের বিকল্প রাস্তা হিসাবে থাকছে এজেসি বোস রোড এবং ডিএল খান রোড থেকে সেন্ট জর্জ গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড/ জওহরলাল নেহেরু রোড। খিদিরপুর রোডের বিকল্প হিসাবে থাকছে সেন্ট জর্জ গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড। রেড রোড (দক্ষিণ)-এর বিকল্প মেয়ো রোড-ডাফরিন রোড-আউটরাম রোড-জেএল নেহেরু রোড এবং স্ট্র্যান্ড রোড। রেড রোড (উত্তর)-এর বিকল্প জেএল নেহেরু রোড। আরআর অ্যাভিনিউয়ের বিকল্পও জেএল নেহেরু রোড।
advertisement
এর পর বেলা সাড়ে ১২টা থেকে ১টা ৪৫ পর্যন্ত সিজিআর রোড (পশ্চিম), সিজিআর রোড (পূর্ব), গার্ডেনরিচ রোড (পশ্চিম), গার্ডেনরিচ রোড (পূর্ব), আকরা রোড (পূর্ব) এবং এসপ্ল্যানেড র‌্যাম্পে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প থাকবে ডিএইচ রোড, তারাতলা রোড, সন্তোষপুর রোড, ডঃ একে রোড, মিঠাতালাব রোড এবং এজেসি র‌্যাম্প।
দুপুর ২টো ৪৫ থেকে ৩টে ১৫ পর্যন্ত এজেসি র‌্যাম্প এবং খিদিরপুর র‌্যাম্প বন্ধ থাকবে। বিকল্প হবে এসপ্ল্যানেড র‌্যাম্প। বিকেল ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত ইএম বাইপাস (উত্তর) থেকে সায়েন্স সিটি এবং হাডকো পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এ ক্ষেত্রে বিকল্প হবে পিসি কানেক্টর-এজেসি বোস রোড এবং এপিসি রোড।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
President in Kolkata: শহরে আজ রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তা সর্বত্র! দেখে নিন কোন কোন রাস্তা খোলা বা বন্ধ থাকছে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement